Panchayat Election 2023|| পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই বইল রক্তের স্রোত! গুলি করে খুন কংগ্রেস কর্মী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। এই প্রথম রাজ্যে পঞ্চায়েত ভোটের বলি হল একজন।
মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। এই প্রথম রাজ্যে পঞ্চায়েত ভোটের বলি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফুলচাঁদ শেখ। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ফুলচাঁদকে। ঘটনায় আহত আরও তিনজনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
জানা গিয়েছে, ফুলচাঁদ শেখ এলাকার কংগ্রেস কর্মী বলেই পরিচিত। ১০দিন আগে বাড়ি এসেছিলেন। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় তাস খেলছিলেন গ্রামের সকলের সঙ্গে। তখনই ফুলচাঁদ শেখের ওপর অতর্কিতে গুলি চালায় দুস্কৃতীরা। ঘটনার জেরে আহত হন তিনজন। ফুলচাঁদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ CPIM-কংগ্রেস কর্মীদের মনোনয়ন পেশে বাধা, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই উত্তাল ইসলামপুর
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। আমরা কংগ্রেস করি। আজ হঠাৎই আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হল, গুলিবিদ্ধ হওয়ার পর গ্রামে রাস্তা আটকে দেওয়া হয়। খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দোষীদের শাস্তির চাই।’
advertisement
কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি সফিউল আলম খান জানান, “পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা হতেই গুলি করে খুন করা হল আমাদের কর্মীদেরকে। এই সন্ত্রাসের চেহারা নিতে শুরু করল মুর্শিদাবাদে। আমরা দোষীদের শাস্তির দাবি করছি।” যদিও তৃণমূলের বিধায়ক আশিস মার্জিত বলেন, “এটা পারিবারিক ঘটনা। কোনও রাজনৈতিক গন্ডগোল নয়। আমরা চাই দোষীরা শাস্তি পাক। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।” যদিও ঘটনার পরেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 11:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023|| পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই বইল রক্তের স্রোত! গুলি করে খুন কংগ্রেস কর্মী