Panchayat Election 2023: বিজেপি-সিপিআইএম-কংগ্রেসকে নাস্তানাবুদ করে ছাড়ল তৃণমূল! দলবদলে বিরাট খেলা

Last Updated:

Panchayat Election 2023: বিজেপি সিপিএম, কংগ্রেসের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

সব দল থেকে তৃণমূলে যোগ
সব দল থেকে তৃণমূলে যোগ
এগরা: পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপি থেকে ১০০ জন ও কংগ্রেস থেকে ১০০ জন ও সিপিএম ছেড়ে ৭০জন তৃণমূল কংগ্রেসে যোগদান এগরায়। যদিও এই যোগদান মিথ্যা বলে পাল্টা দাবি বিজেপি ও সিপিএম নেতৃত্বের। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কশবাগোলাতে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এই যোগদান হয়।
বিজেপি সিপিএম, কংগ্রেসের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। যদিও এই যোগদানের বিষয়কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই ও পঞ্চায়েতের প্রার্থী না পাওয়াতে এসব মিথ্যা যোগদান বলে প্রচার করছে।
advertisement
advertisement
তবে যে কর্মীদের যোগদান করিয়েছে তারা সবাই বিক্ষুব্ধ তৃণমূল। পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। সেই মতো আজ তৃতীয় দিনের মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে রাজনৈতিক দলগুলির। তারই মাঝে এগরাতে বিজেপি ,কংগ্রেস, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের খবরে রাজনৈতিক তরজার পাশাপাশি শুরু হয়েছে জোর জল্পনা।
advertisement
এদিকে, মালদহে জেলা সভাপতির গড়ে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের। মালদহের মালতিপুর বিধানসভার গৌড়হন্ড পঞ্চায়েতের প্রধান ডলি মন্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। পঞ্চায়েত ভোটের মুখে মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির। তৃণমূলের টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে দলত্যাগ দলেরই ক্ষমতাসীন প্রধান ও উপপ্রধানের। যদিও প্রার্থী হওয়ার প্রলোভনে দলত্যাগ বলে পাল্টা দাবি শাসক তৃণমূলের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: বিজেপি-সিপিআইএম-কংগ্রেসকে নাস্তানাবুদ করে ছাড়ল তৃণমূল! দলবদলে বিরাট খেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement