রাজ্যে বর্ষাকালীন পেঁয়াজ চাষে কী লাভ হচ্ছে ? দেখে নিন

Last Updated:

এ রাজ্যের কয়েকটি জেলায় শীতকালীন পেঁয়াজ চাষ হলেও বর্ষাকালীন পেঁয়াজ চাষের রেওয়াজ তেমন ছিল না ।

#পুরুলিয়া:  এ রাজ্যের কয়েকটি জেলায় শীতকালীন পেঁয়াজ চাষ হলেও বর্ষাকালীন পেঁয়াজ চাষের রেওয়াজ তেমন ছিল না । সব মিলিয়ে এ রাজ্যে যেটুকু পেঁয়াজ উৎপাদন হয় তা রাজ্যের মানুষের চাহিদার খুব সামান্য অংশই পূরণ করে । ফলে বছরের বেশিরভাগ সময় এ রাজ্যের অধিকাংশ মানুষকে পেঁয়াজের জন্য তাকিয়ে থাকতে হয় নাসিক ও বিহারের দিকে । স্বাভাবিক ভাবেই অন্য রাজ্য থেকে আমদানি করা পেঁয়াজ মাঝে মধ্যেই দুর্মূল্য হয়ে ওঠে । এবার এই পরিস্থিতিটাই বদলাতে চলেছে । রাজ্যের খরাপীড়িত বাঁকুড়া , পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে শুরু হয়েছে ব্যাপক হারে বর্ষাকালীন পেঁয়াজ চাষ । এই চাষের জন্য প্রয়োজনীয় বীজের জন্যেও আর নাসিকের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই । উদ্যান পালন দফতরের উদ্যোগে বাঁকুড়ার তালডাংরা ফার্মে সফল ভাবে চাষ হচ্ছে পেঁয়াজ বীজের ।
এতদিন পর্যন্ত রাজ্যের প্রধানত সেচ সেবিত জেলা গুলিতে সুখসাগর প্রজাতির শীতকালীন পেঁয়াজ চাষ করা হত । এপ্রিলের গোড়ার দিকে ওঠা এই পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় এতটাই কম হত যে কয়েকমাস যেতে না যেতেই তা শেষ হয়ে যেত । এরপর বছরের প্রায় আট মাস ধরে এরাজ্যের বাজারে একছত্র আধিপত্য থাকত নাসিক থেকে আমদানি করা পেঁয়াজের ।
advertisement
নাসিক থেকে আমদানি করা পেঁয়াজের দাম সেখানের ব্যবসায়ীরা নির্ধারণ করায় ও পরিবহণ খরচ অনেক বেশি পড়ায় মাঝে মধ্যেই পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেত । পেঁয়াজের বাজারে নাসিকের এই একাধিপত্য ঠেকাতে বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের অসেচসেবিত এলাকায় বর্ষাকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয় । দেখা যায় শীত কালীন পেঁয়াজ বাজারে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষা কালীন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় সারা বছরই বাজারে পেঁয়াজের দাম কম থাকছে । এরপরই ওই তিন জেলায় ব্যপক হারে বর্ষা কালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেয় রাজ্যের উদ্যান পালন দফতর । কিন্তু সমস্যা দেখা দেয় বর্ষাকালীন পেঁয়াজের বীজ নিয়ে । কারন এতদিন পর্যন্ত বর্ষাকালীন পেঁয়াজের মধ্যে সব থেকে জনপ্রিয় এগ্রি ফাউন্ড ডার্ক রেড প্রজাতির বীজ এ রাজ্যে উৎপাদন হত না । নাসিক থেকে প্রতি বছর ২ হাজার থেকে ২৬০০ টাকা কিলো দরে ওই পেঁয়াজ বীজ সংগ্রহ করতে হত চাষীদের । বীজের পিছনেই মোটা অঙ্কের টাকা চলে যাওয়ায় বর্ষা কালীন পেঁয়াজ চাষে আগ্রহ দেখাতেন না অনেক চাষী । এরপরই উদ্যান পালন দফতরের উদ্যোগে এগ্রি ফাউন্ড ডার্ক রেড প্রজাতির পেঁয়াজ বীজ উৎপাদনের পরীক্ষা মূলক উৎপাদন শুরু করে উদ্যান পালন দফতর ।
advertisement
advertisement
গত বছর বাঁকুড়ার তালডাংরা ফার্মে পরীক্ষামূলক ভাবে পেঁয়াজ বীজ উৎপাদনের পর চলতি বছর তা ব্যাপক হারে চাষ করা হয় । কৃষি বিজ্ঞানীদের ধারণা চলতি বছর এই ফার্মেই পেঁয়াজ বীজ উৎপাদনের পরিমাণ সাত কুইন্টাল ছাড়িয়ে যাবে । সরকারিভাবে উৎপাদিত এই বীজ পেঁয়াজ চাষিদের কাছে ৫০০ টাকা কেজি দরে বিক্রিও করা হবে বলে জানিয়েছেন উদ্যান পালন দফতরের আধিকারিকরা । সেক্ষেত্রে চলতি বছর বর্ষাকালীন পেঁয়াজ চাষে চাষীরা নতুন করে উৎসাহ পাবে । পেঁয়াজ চাষ বৃদ্ধি পেলেই স্বাভাবিক ভাবেই সামনের মরশুম থেকে এ রাজ্যে পেঁয়াজের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি অনেকটাই রোধ করা যাবে বলে ধারণা কৃষি বিজ্ঞানী ও উদ্যান পালন দফতরের আধিকারিকদের ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যে বর্ষাকালীন পেঁয়াজ চাষে কী লাভ হচ্ছে ? দেখে নিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement