Purba Bardhaman News: অসাধ্য সাধন বর্ধমান মেডিক্যালে, ১০ চিকিৎসকের চেষ্টায় বাঁচল নবজাতক
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
টানা ১২৫ দিন হাসপাতালেই ভর্তি রাখা হয় ওই মহিলাকে । ১২৬ দিনের মাথায়, মঙ্গলবার তিনি যমজ বাচ্চার দ্বিতীয়টির জন্ম দেন।
বর্ধমান: বিরলতম অস্ত্রোপচার করে সন্তান প্রসব করিয়ে তাক লাগিয়ে দিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন চিকিৎসক। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ এই বিষয়ে সংবাদিক বৈঠক করে একথা জানালেন হাসপাতালের সুপার তাপস ঘোষ। বর্ধমান মেডিক্যালের দাবি, এই অস্ত্রোপচারের ঘটনা বিরলের মধ্যে বিরলতম।
মেডিকেলের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মলয় সরকারের দাবি, যদি জরায়ুতে একটি বাচ্চার মৃত্যু হয় তারপর অন্য একটি বাচ্ছার জন্ম দেওয়াটা খুবই ঝুঁকির হয়ে যায়। কারণ, এই সময়ে সংক্রমণের ব্যাপক ভয় থাকে। তারপর বাচ্চাটির পরিণত হওয়ার জন্য সময়ও লাগে। তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আর এখানেই অসাধ্য সাধন করেছে মেডিক্যাল।
advertisement
advertisement
গত ১১ জুলাই ভর্তি রোগী সফলভাবে সন্তান প্রসব করেন ১৪ নভেম্বর, শিশু দিবসের দিন। সিজার করে শিশুটিকে পৃথিবীর আলো দেখান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , পূর্ব বর্ধমানের জামালপুরের পম্পা পরামানিক নামের এক মহিলার বাচ্চা না আসার কারণে আইভিএফ পদ্ধতি অবলম্বন করেন । কিন্তু প্রথম আইভিএফ ফেল হয়। চলতি বছরের জুলাই মাসে পুনরায় আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেন তিনি। এবার তাঁর পেটে আসে যমজ বাচ্চা। কিন্তু, অন্তঃস্বত্তার ১৭ সপ্তাহে জুলাই মাসের ১১ তারিখ রক্তক্ষরণ নিয়ে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি হন। গাইনি বিভাগে পরদিন অর্থাৎ ১২ তারিখ একটি মৃত সন্তান প্রসব করেন তিনি।
advertisement
একটি সন্তান মারা গেলেও অপর একটি সন্তান বেঁচে যায় । এরপর পরস্থিতি আরও জটিল হয়ে যায়। পেটে দ্বিতীয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েন চিকিৎসকরা। টানা ১২৫ দিন হাসপাতালেই ভর্তি রাখা হয় ওই মহিলাকে । ১২৬ দিনের মাথায়, মঙ্গলবার তিনি যমজ বাচ্চার দ্বিতীয়টির জন্ম দেন। বাচ্ছাটির ওজন ২ কেজি ৯০৬ গ্রাম। বর্তমানে মা এবং বাচ্ছা দুজনেই সুস্থ রয়েছে। এই অস্ত্রোপচারের গোটা প্রক্রিয়ায়টি ১০ জন চিকিৎসকদের একটি দল করেন বলে জানান হাসপাতালের সুপার তাপস ঘোষ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2023 1:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: অসাধ্য সাধন বর্ধমান মেডিক্যালে, ১০ চিকিৎসকের চেষ্টায় বাঁচল নবজাতক








