South 24 Parganas News: জলের দরে এই জায়গায় বিক্রি হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, আলপিন থেকে আলমারি! তবে সবই পুরাতন

Last Updated:

আলপিন থেকে আলমারি সবকিছু পুরানো জিনিসের খোঁজ পেতে আসুন এই জায়গায়

+
ভাঙা

ভাঙা মেলা

মন্দিরবাজার: আলপিন থেকে আলমারি সবকিছু পুরানো জিনিসের খোঁজ পেতে আসুন দক্ষিণ বিষ্ণুপুরে। এবছরের মত দক্ষিণ বিষ্ণুপুরে শুরু হয়েছে পুরানো মেলা। এই পুরানো মেলায় খাবার ছাড়া সবকিছুই মেলে পুরানো। আর যা কিনতে দক্ষিণ ২৪ পরগণার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন এই মেলায়। স্থানীয়দের ভাষায় এটি হল ভাঙা মেলা, পুরানো, ভাঙা জিনিসপত্র মেলায় পাওয়া যায় এই মেলায় সেজন্য এই মেলার নাম ভাঙা মেলা।
ঠিক কি পাওয়া যায় এই মেলায়, জানতে হলে আপনাকে আসতে হবে এই মেলায়। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষীকান্তপুর লোকাল ধরে আপনাকে আসতে হবে মথুরাপুর স্টেশনে। সেখান থেকে মাত্র দুই মিনিটের হাঁটা পথ। এরপর আপনি পৌঁছে যাবেন সেই মেলায়। কি নেই এই মেলায়? ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, লোহার জিনিসপত্র, খাট, আলমারি, বাচ্চাদের খেলনা, জুতো, ফ্রিজ, বই আপনার চাহিদা অনুযায়ী সবকিছুই পাবেন এখানে। কিন্তু সবকিছুই পুরানো। আর দাম একেবারে আপনার সাধ্যের মধ্যেই। নতুন জিনিসপত্রের অর্ধেক দাম কখনও তার থেকেও কম দামে পাবেন এই সেই সব জিনিস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মেলার দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দিরবাজার ও মথুরাপুর দুটি থানার পুলিশকর্মীরা সহযোগিতা করেন উদ্যোক্তাদের। সেই সঙ্গে বাইরে থেকে আনা হয় অতিরিক্ত পুলিশকর্মী। দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত ও মন্দিরবাজার পঞ্চায়েত সমিতি এই মেলার দেখভালের দায়িত্বে থাকেন। মেলায় মূলত পুরানো জিনিসপত্র কিনতে মানুষজন আসেন। মেলায় ভাঙাচোরা জিনিসপত্রের মাঝে কয়েকশো বছরের পুরানো আসবাবপত্র, ফার্নিচার, মূর্তি ও অনেক অ্যন্টিক জিনিসপত্র পাওয়া যায়। যার টানে প্রতি বছর মানুষজন আসেন এই মেলায়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জলের দরে এই জায়গায় বিক্রি হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, আলপিন থেকে আলমারি! তবে সবই পুরাতন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement