#দিঘা: সমুদ্রতট থেকে উদ্ধার বিশাল অক্টোপাস। স্থানীয় পরিবেশবিদের দাবি, সম্ভবত মৎস্যজীবীদের জালেই অক্টোপাসটি ধরা পড়ে।শুক্রবার ভোরের আলো ফোটার পরে কিছুক্ষণ পেরিয়েছে। হঠাৎই দিঘার সমুদ্র উপকূলে রোদ পোহাতে দেখা গেল তাকে। বালির মধ্যে শুয়েছিল এক বিশাল অক্টোপাস। খবর পেয়েই দিঘার উপকূলে চলে আসেন স্থানীয় পরিবেশবিদ সত্যব্রত দাস। পরিবেশবিদদের দাবি, এই ধরনের অক্টোপাস বঙ্গোপসাগরের অগভীর অংশে থাকে৷ সম্ভবত মৎস্যজীবীদের জালেই উঠে আসে অক্টোপাসটি৷ সমুদ্রে প্রায় ২০০ প্রজাতির অক্টোপাস আছে৷ তার মধ্যে এই অক্টোপাসটি সেফালোপোডা প্রজাতির৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Digha Beach, Octopus