Home /News /south-bengal /
‘ভোটে ফল হোক, আমার জন্য তারকেশ্বর ও মসজিদে প্রার্থনা করুন’, আবেদন জানালেন নুসরত

‘ভোটে ফল হোক, আমার জন্য তারকেশ্বর ও মসজিদে প্রার্থনা করুন’, আবেদন জানালেন নুসরত

নুসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

নুসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #বসিরহাট: টলিউড অভিনেত্রী তিনি ৷ সিলভার স্ক্রিন থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির আঙিনায় এসেছেন মাত্র কয়েকদিন হল ৷ তবে এর মধ্যে রাজনৈতিক নেতাদের মতো করে প্রচারটা রপ্ত করে ফেলেছেন বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহান ৷

  কখনও বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ ৷ কখনও শিশুদের কোলে নিয়ে আদর ৷ আবার কখনও দলীয় কর্মীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা ৷ সবদিকেই সমানভাবে নজর রেখেছেন নুসরত ৷ আজ শুক্রবার হাড়োয়ার বাসাবাটিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় হাজির হয়েছিলেন নুসরত ৷ চৈত্রমাস চলছে ৷ মহাদেবের নাম করে সন্ন্যাস ব্রত পালন করছেন অনেকেই ৷

  আর তাঁদের উদ্দেশে তারকেশ্বরে নুসরতের নাম করে পুজো দেওয়ার আবেদন জানালেন নায়িকা ৷ এর পাশাপাশি যে সকল মানুষ মসজিদে যাচ্ছেন, তাঁদেরও তাঁর জন্য দোয়া করার আবেদন করলেন নুসরত ৷ এ দিন নির্বাচনী সভা থেকে তিনি বলেন,‘‘আপনার যাঁরা মসজিদে যাবেন তঁরা আমার জন‍্য দোয়া করবেন ও যাঁরা এখন তারকেশ্বরে জাচ্ছেন তাঁরা আমার নামে পুজো দেবেন ৷’’

  First published:

  Tags: Basirhat, Basirhat S25p18, Lok Sabha elections 2019, Nusrat Jahan, South East Bengal, West bengal, West Bengal Lok Sabha Elections 2019

  পরবর্তী খবর