৩ দিন আগেই যোগ দিয়েছিলেন চাকরিতে, আচমকা নার্সিংহোমে রহস্যমৃত্যু নার্সের! কেন? পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন

Last Updated:

হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে এক প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা।

সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু
সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু
সিঙ্গুর, হুগলি, রানা কর্মকার: হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে এক প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। গতবছর ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং এর জেএনএম এর জন্য পরীক্ষা দিয়েছিল। সার্টিফিকেটের জন্য এই নার্সিংহোমে চাকরি করতে এসেছিলেন।
নন্দীগ্রামের বাসিন্দা দীপালি জানা গত তিনদিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেয়।
এরপর গতকাল রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। পরিবারের অভিযোগ, কেন তাদের আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায়।
advertisement
advertisement
সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। মৃতের বাবা ও মা রাস্তায় বসে পড়ে। পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তিনদিন আগে কাজে যোগ দেওয়া একজন নার্সিং স্টাফের এইভাবে অস্বাভাবিক মৃত্যু শোরগোল ফেলে দিয়েছে হুগলির সিঙ্গুরে। পরিবার বিষয়টি মেনে না নেওয়ার পাশাপাশি এলাকার বাসিন্দারাও রীতিমতো এমন ঘটনায় স্তম্ভিত।
advertisement
এমন ঘটনার প্রতিবাদে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। আর এরই জেরে তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। মৃত ওই নার্সের মা জানিয়েছেন, তিনি কিছুই বুঝতে পারছেন না কীভাবে কী হয়ে গেল। ট্রেনিং নিতে এসে এমনটা হবে তিনি কল্পনাও করতে পারছেন না। সুস্থ মেয়ের কীভাবে এমন পরিণতি হয় তা তাকে চিন্তায় ফেলে দেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩ দিন আগেই যোগ দিয়েছিলেন চাকরিতে, আচমকা নার্সিংহোমে রহস্যমৃত্যু নার্সের! কেন? পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement