North 24 Parganas News: টাকি তো এতবার গেছেন? কখনও কি লক্ষ করেছেন এই মূর্তি? ইতিহাস জানলে চমকে যাবেন

Last Updated:

North 24 Parganas News: প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদারি প্রথার আমলে টাকির জমিদার ছিল প্রতাপশীল। আজকের দিনে টাকিতে বিভিন্ন ঘরবাড়ি এবং জনবসতিপূর্ণ হলেও সেই সময় এলাকাটি পরিপূর্ণ ছিল ঘন জঙ্গলে।

+
টাকির

টাকির মূর্তি 

উত্তর ২৪ পরগনা: টাকির ঐতিহ্যের পিছনে লুকিয়ে আছে এই মূর্তি। শীতের আমেজ শুরু হতেই টাকিতে ইছামতি নদীর পাড়ে ভিড় জমান দেশ বিদেশের পর্যটক। তবে এই টাকিতে ঘুরতে আসলেই টাকির রাজবাড়ী ঘাটের কাছে বেশ কিছু মূর্তি দেখতে পাবেন। এর মধ্যে অন্যতম একটি মূর্তি হল টাকি রাজবাড়ী ঘাটের পাশে একটি মূর্তি আছে যার দুটি হাত একটি বিশেষ দণ্ড কে ধরে রেখেছেন বলে এমনই এক প্রতীক মূর্তি দেখা মিলবে। এই মূর্তির পিছনে কি সৌন্দর্য বৃদ্ধির কারণ!  নাকি এর পিছনে লুকিয়ে আছে একটি ইতিহাস! তবে এই মূর্তি আসলে টাকির ঐতিহ্য বহন করে বলে মনে করেন অনেকে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। আট থেকে আশি। শীতের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে উপভোগ করে টাকির ইছামতি নদীর সৌন্দর্য। পাশাপাশি গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পর্যটকরা।
advertisement
advertisement
ওপার বাংলা এপার বাংলার তথা ভারত বাংলাদেশ মাঝ বরাবর বয়ে গেছে ইছামতি নদী। তোমার এটাকে সৌন্দর্য দিনের পর দিন বেড়েই চলেছে। তবে প্রাচীনকালেই টাকি ছিল জমিদারদের তত্ত্বাবধানে। একটা সময় প্রবাদ ছিল টাকির লাঠি, সাতক্ষীরার মাটি ও গোবরডাঙ্গার হাতি।  আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদারি প্রথার আমলে টাকির জমিদার ছিল প্রতাপশীল। আজকের দিনে টাকিতে বিভিন্ন ঘরবাড়ি এবং জনবসতিপূর্ণ হলেও সেই সময় এলাকাটি পরিপূর্ণ ছিল ঘন জঙ্গলে।
advertisement
ঘন জঙ্গলে পরিপূর্ণ থাকায় সেখানে ডাকাত দলের আখড়া গড়ে উঠেছিল। ডাকাত দলের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকার সাধারণ মানুষ থেকে টাকির জমিদাররাও। সেই ডাকাতদলকে জব্দ করতে টাকির জমিদার গড়ে তুলেছিলেন একটি বিশাল লেঠেল বাহিনী। যা তৎকালীন সময়ে টাকির জমিদার ব্যবস্থায় সাড়া ফেলেছিল। সেই দিনের সেই প্রতাপের চিহ্ন আজও বহন করে রেখে চলেছে এই মূর্তিটি। এমনই মনে করছেন এলাকার অনেকেই।
advertisement
জুলফিকার মোল্লা 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: টাকি তো এতবার গেছেন? কখনও কি লক্ষ করেছেন এই মূর্তি? ইতিহাস জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement