North 24 Parganas News: টাকি তো এতবার গেছেন? কখনও কি লক্ষ করেছেন এই মূর্তি? ইতিহাস জানলে চমকে যাবেন

Last Updated:

North 24 Parganas News: প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদারি প্রথার আমলে টাকির জমিদার ছিল প্রতাপশীল। আজকের দিনে টাকিতে বিভিন্ন ঘরবাড়ি এবং জনবসতিপূর্ণ হলেও সেই সময় এলাকাটি পরিপূর্ণ ছিল ঘন জঙ্গলে।

+
টাকির

টাকির মূর্তি 

উত্তর ২৪ পরগনা: টাকির ঐতিহ্যের পিছনে লুকিয়ে আছে এই মূর্তি। শীতের আমেজ শুরু হতেই টাকিতে ইছামতি নদীর পাড়ে ভিড় জমান দেশ বিদেশের পর্যটক। তবে এই টাকিতে ঘুরতে আসলেই টাকির রাজবাড়ী ঘাটের কাছে বেশ কিছু মূর্তি দেখতে পাবেন। এর মধ্যে অন্যতম একটি মূর্তি হল টাকি রাজবাড়ী ঘাটের পাশে একটি মূর্তি আছে যার দুটি হাত একটি বিশেষ দণ্ড কে ধরে রেখেছেন বলে এমনই এক প্রতীক মূর্তি দেখা মিলবে। এই মূর্তির পিছনে কি সৌন্দর্য বৃদ্ধির কারণ!  নাকি এর পিছনে লুকিয়ে আছে একটি ইতিহাস! তবে এই মূর্তি আসলে টাকির ঐতিহ্য বহন করে বলে মনে করেন অনেকে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। আট থেকে আশি। শীতের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে উপভোগ করে টাকির ইছামতি নদীর সৌন্দর্য। পাশাপাশি গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পর্যটকরা।
advertisement
advertisement
ওপার বাংলা এপার বাংলার তথা ভারত বাংলাদেশ মাঝ বরাবর বয়ে গেছে ইছামতি নদী। তোমার এটাকে সৌন্দর্য দিনের পর দিন বেড়েই চলেছে। তবে প্রাচীনকালেই টাকি ছিল জমিদারদের তত্ত্বাবধানে। একটা সময় প্রবাদ ছিল টাকির লাঠি, সাতক্ষীরার মাটি ও গোবরডাঙ্গার হাতি।  আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা, তৎকালীন জমিদারি প্রথার আমলে টাকির জমিদার ছিল প্রতাপশীল। আজকের দিনে টাকিতে বিভিন্ন ঘরবাড়ি এবং জনবসতিপূর্ণ হলেও সেই সময় এলাকাটি পরিপূর্ণ ছিল ঘন জঙ্গলে।
advertisement
ঘন জঙ্গলে পরিপূর্ণ থাকায় সেখানে ডাকাত দলের আখড়া গড়ে উঠেছিল। ডাকাত দলের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকার সাধারণ মানুষ থেকে টাকির জমিদাররাও। সেই ডাকাতদলকে জব্দ করতে টাকির জমিদার গড়ে তুলেছিলেন একটি বিশাল লেঠেল বাহিনী। যা তৎকালীন সময়ে টাকির জমিদার ব্যবস্থায় সাড়া ফেলেছিল। সেই দিনের সেই প্রতাপের চিহ্ন আজও বহন করে রেখে চলেছে এই মূর্তিটি। এমনই মনে করছেন এলাকার অনেকেই।
advertisement
জুলফিকার মোল্লা 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: টাকি তো এতবার গেছেন? কখনও কি লক্ষ করেছেন এই মূর্তি? ইতিহাস জানলে চমকে যাবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement