North 24 Parganas News: মাঠে নেমেই শিউরে উঠলেন স্থানীয়রা, 'বিভৎস অবস্থায়' উদ্ধার মহিলার দেহ! মাটিয়ায় দানা বাঁধছে রহস্য

Last Updated:

North 24 Parganas News: মাটিয়ায় ফাঁকা ধানক্ষেতে অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ। বিভৎস দৃশ্য দেখে আতঙ্কে স্থানীয়রা। 

ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের
ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: রাতের অন্ধকারে গলা কাটা দেহ ফেলে গেল কারা? মাটিয়ায় রহস্যমৃত্যুতে চাঞ্চল্য। অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। মাটিয়ার শ্রীনগরের পূর্ব সাংবেরিয়ায় আতঙ্ক।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব সাংবেরিয়ার বড় বাগান এলাকায় এদিন সকালে ফাঁকা ধানক্ষেতে হঠাৎই দেখা মেলে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ। মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন প্রথমে দেহটি দেখতে পান। ধান কাটা হয়ে যাওয়া খালি জমিতে এইভাবে দেহ পড়ে থাকতে দেখে অবাক হয়ে যান গ্রামবাসীরা।
advertisement
advertisement
এই দৃশ্য দেখে স্থানীয়রা খবর দেয় মাটিয়া থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, মহিলাকে এই এলাকার কেউ চিনতে পারেন নি। ফলে সন্দেহ বাড়ছে। স্থানীয়দের অনেকের অনুমান, সম্ভবত বাইরে কোথাও খুন করে রাতের অন্ধকারে দেহটি এনে এখানে ফেলে দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাত সকালে দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা চারদিকে খবর ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিড় জমে যায় ধানক্ষেতের চারপাশে। বড় বাগান এলাকা থেকে শ্রীনগর, পূর্ব সাংবেরিয়া, সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এদিকে দেহের পরিচয় প্রকাশ না হওয়া পর্যন্ত এলাকায় রহস্য আরও ঘনিয়ে উঠছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মাঠে নেমেই শিউরে উঠলেন স্থানীয়রা, 'বিভৎস অবস্থায়' উদ্ধার মহিলার দেহ! মাটিয়ায় দানা বাঁধছে রহস্য
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement