পুলিশ পেটানোর নিদান ! লকেট-সহ ৬জন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
Last Updated:
#বীরভূম: ‘পুলিশকে পেটান’ ৷ বছর কয়েক আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি ৷ এবার সেই একই কায়দায় পুলিশ পেটানোর নিদান দিয়ে মামলার গেরোয় বিজেপি নেতা-নেত্রীরা ৷ সোমবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল বীরভূম জেলা পুলিশ ৷ লকেট ছাড়াও বিজেপি নেতা কালোসোনা মণ্ডল-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ৷
রবিবার বীরভূমের মহম্মদবাজারে রামপুরে বিজেপির একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এবং বিজেপি সমসংখ্যক আসন পেলেও এখনও পর্যন্ত পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি ৷ তার প্রতিবাদেই সভা করছিল বিজেপি ৷ সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ সেই জনসভা বক্তব্য রাখছিলেন কালোসোনাও ৷ মঞ্চ থেকেই পুলিশ পেটানোর নিদান দেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল ৷
advertisement
আরও পড়ুন: গভীর রাতে কেঁপে উঠল শহর, ছড়িয়েছে আশঙ্কা
advertisement
পুলিশ সূত্রে খবর, রামপুরে এদিন সভা করার অনুমতি না থাকলেও জোর করে সভা করে বিজেপি ৷ পাশাপাশি মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করার জেরে লকেট এবং কালোসোনা-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2019 1:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশ পেটানোর নিদান ! লকেট-সহ ৬জন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা