Indrajit Mandal
#পুরুলিয়া: বাদ্যযন্ত্রে পড়েছে ধুলো l দীর্ঘদিন ডাক পাননি পুরুলিয়ার ঢাক শিল্পীরা l বাঙালির শ্রেষ্ঠ উৎসবেও বাজার মন্দা, পুরুলিয়া বিখ্যাত ঢাকি গ্রাম বলরামপুর থানার পাড়দ্যা গ্রামের ঢাক শিল্পীদের l এ বছর করোনার কারণেই সবকিছু উলোট পালোট হয়ে গিয়েছে l কলকাতা থেকে লন্ডন, আমেরিকা, প্যারিস থেকেও ডাক আসতো এই গ্রামের ঢাক শিল্পীদের l বছরের এই কয়েকটি দিন ভাল উপার্জন হতো তাঁদের l তবে এ বার মহামারী কেড়ে নিয়েছে সবকিছু l হাতেগোনা কয়েকজন শিল্পী জেলার কয়েকটি মন্ডপে ঢাক বাজানোর ডাক পেলেও পারিশ্রমিক একেবারেই কম l তা দিয়ে সংসার চলবে কি করে, তা নিয়ে চিন্তায় এই গ্রামের ৬০ টি পরিবার l
জেলার ছোটোখাটো উৎসবেও ডাক পাননি শিল্পীরা l হাতেগোনা কয়েকজন সরকারি শিল্পী ভাতা পেলেও অধিকাংশ শিল্পীদেরই জোটে না শিল্পী ভাতা l তাই পুরুলিয়ার ঢাক শিল্পীদের উৎসবের রং যেন ফিকে l প্রতি বছর পুজোর মরশুমে জেলা ছাড়িয়ে ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও ডাক পান ঢাকিরা l কিন্তু এ বছর বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা l এ বছর ভিন জেলা থেকে ডাক পাননি তাঁরা l নিজের জেলাতেই ছোট দুর্গা পুজোর ডাক পেয়েছেন কয়েকজন l বাকিদের মাথায় হাত l সবে মিলিয়ে বংশ পরম্পরায় চলে আসা নিজেদের পেশা ধরে রাখতে সংকটে ঢাকি গ্রামের শিল্পীরা l
কবে স্বাভাবিক হবে সেইদিকেই চেয়ে রয়েছে পুরুলিয়ার ঢাক শিল্পীরা l শারদীয়া উৎসবে এই গ্রামে কার্যত পুরুষশূন্য হয়ে যেত l শিল্পীরা জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশ পাড়ি দিত কাঁধে ঢাক নিয়ে l উৎসব শেষে বাড়ি ফিরত একমুখ হাসি নিয়ে l শরতের আকাশ কাশফুলের সঙ্গে উমার আরাধনাও হবে করোনা আবহে l শুধু অন্ধকার হয়ে থাকবে ঢাক শিল্পীদের জীবন l
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anya-puja-2020, Pandemic, Purulia