Tamluk City: পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ আর করা যাবে না, শক্ত হাতে রুখবে প্রশাসন, পথে নামলেন পৌর প্রশাসনের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
উন্নয়নের নামে পুকুর নালা খাল বিল ভরাট করে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে। তবে এবার জেলা তথা রাজ্যের প্রাচীন শহরে এসব আর নয়! উদ্যোগ নিল পৌর প্রশাসন।
তমলুক: বাস্তুতন্ত্র পরিবেশকে রক্ষা করে। বাস্তুতন্ত্র ভারসাম্য হারালে জনজীবন থেকে উদ্ভিদ সমস্ত কিছুই সমস্যার মুখে পড়ে। দ্রুত বদলে যাওয়া সময়ে, সব থেকে বেশি প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রের উপর। এবার শহরের বাস্তুতন্ত্র বজায় রাখতে উদ্যোগ নিল পৌর প্রশাসন। বর্তমান সময়ে যথেচ্ছ ভাবে বড় শহর থেকে ছোট শহর, ছোট শহর থেকে মফস্বল সর্বত্রই পুকুর, নালা খাল বিল জলাশয় বিপন্নের মুখে উন্নয়নের ছোঁয়ায়। উন্নয়নের নামে পুকুর নালা খাল বিল ভরাট করে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে। তবে এবার জেলা তথা রাজ্যের প্রাচীন শহরে এসব আর নয়! উদ্যোগ নিল পৌর প্রশাসন।
জীব বৈচিত্রের জন্য বাস্তুতন্ত্র রক্ষা করা অত্যন্ত জরুরি। এই বাস্তুতন্ত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পুকুর বা জলাশয়। এবার পুকুর ও জলাশয় ভরাট রুখতে আসরে নামল পৌর প্রশাসন। তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় বাস্তুতন্ত্র বজায় রাখতে পুকুর ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান চালান শুরু হয়েছে। পুকুর ভরাট রুখতে তমলুক শহরে পোস্টার লাগাতে পথে নামল স্বয়ং পৌর প্রশাসনের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। রাজ্যের অন্যতম প্রাচীন তমলুক শহরে শেষ কয়েক বছর ধরে যথেচ্ছ ভাবে বেড়েছে কংক্রিটের জঙ্গল। পুকুর ও জলাশয় ভরিয়ে গড়ে উঠেছে হাই রাইজ বিল্ডিং! আর তার সরাসরি প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রে।
advertisement
advertisement
দীর্ঘ কয়েক বছর ধরে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরে বিভিন্ন পুকুর ভরাট করার অভিযোগ আসছিল। দিনের পর দিন পুকুর বা জলাশয়ে নোংরা ফেলে ফেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় করে রাখার পর মাটি ফেলে ভরাট করে তা বিক্রি করে দেওয়া হত। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী পুকুর ভরাট রুখতে তৎপর হয়, জেলাশাসকের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্ন পুকুরের পাশে পোস্টার লাগিয়ে দেওয়া হয় পৌর প্রশাসনের পক্ষ থেকে। পোস্টারে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করা বিষয়ে সাবধান করা হয়েছে পৌরবাসীকে।
advertisement
বাস্তুতন্ত্র রক্ষায় পুকুর বা জলাশয় ভরাট রক্ষার অভিযানে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান সহ উপ পৌর প্রধান এবং ও উপ পৌর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৌর প্রশাসনের এই উদ্যোগে খুশি তাম্রলিপ্ত পৌরসভার বাসিন্দারা। ওর সবার বাসিন্দারা চান পুকুর থাকুক। ছোট ছোট ছেলে মেয়েদের যেমন সাঁতার কাটতে সুবিধা হবে তেমনইবৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জল না জমে, ওই পুকুরে চলে যাবে। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসীরা।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 10:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk City: পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ আর করা যাবে না, শক্ত হাতে রুখবে প্রশাসন, পথে নামলেন পৌর প্রশাসনের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়