আয়া ও তার পুরুষসঙ্গীর ছক? নিউ গড়িয়ার আবাসনে খাটের তলা থেকে দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
New Garia Panchasayor Murder: দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাড়ি থেকে ৭৯ বছরের বৃদ্ধা বিজয়া দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল।
নিউ গড়িয়ার আবাসনে বৃদ্ধার মর্মান্তিক খুনে গ্রেফতার দুই! তাদের মধ্যে রয়েছে আয়াও। জানা গেল নির্মম সত্য। দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাড়ি থেকে ৭৯ বছরের বৃদ্ধা বিজয়া দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। হাত পা বাঁধা অবস্থায় সেই দেহ পড়েছিল খাটের তলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে প্রায় ৬টা ২৫ মিনিট নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পঞ্চসায়র থানার পুলিশ।
বৃদ্ধার পরিচারিকা মাধুমিতা হালদার প্রতিদিনের মতো ডাকাডাকি করলেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ করেন। এরপর পুলিশ এসে দেখতে পায়, সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিজয়া দেবী। তাঁর স্বামী প্রসান্ত দাসকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত বিজয়া দেবীকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বাড়ির পেছনের গেট খোলা অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, মৃতার ছেলে অন্য শহরে থাকেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
দুই অভিযুক্ত গ্রেফতার
ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার ভোরেই দু’জনকে আটক করে। পরে জেরার সময় অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম—
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, চুরির উদ্দেশ্যেই খুন হতে পারে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 10:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আয়া ও তার পুরুষসঙ্গীর ছক? নিউ গড়িয়ার আবাসনে খাটের তলা থেকে দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়