Netaji Subhash Chandra Bose: বহরমপুরের এই জেলে বন্দি ছিলেন নেতাজি! কারাগারেই করেছিলেন সরস্বতী পুজো
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Netaji Subhash Chandra Bose: বহরমপুরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অনেক অবদান মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে।
মুর্শিদাবাদ: বহরমপুরে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাঁর অনেক অবদান মুর্শিদাবাদ জেলার ইতিহাসেও। জানা যায়, সুভাষচন্দ্র বসু রাজবন্দি হিসাবে বহরমপুর কারাগারের ৭ নম্বর ঘরে (বর্তমান মানসিক হাসপাতাল) ছিলেন ১৯২৪ সালে। সেটা তাঁর জেলায় দ্বিতীয়বার আগমন। ইতিহাসবিদরা জানান, “বন্দি সুভাষ চন্দ্র বসু ওই সময় দাদা শরৎচন্দ্র বসুকে চিঠি লেখেন, পড়ার বই পাঠানোর অনুরোধ জানিয়ে।”
শুধু নিজের জন্য নয়, রাজবন্দিদের জন্য বই কেনা-সহ নানান দাবিতে তিনি বন্দিদশায় আন্দোলনও করেছিলেন বলে জানা যায়। সেখানেই শুরু করেছিলেন টেনিস খেলা, সরস্বতী পুজো-সহ নানা কর্মকাণ্ড। প্রথম সংশোধনাগারের মধ্যেই তিনি সরস্বতী পুজো করেছিলেন। বর্তমানে সংশোধনাগার জীর্ণদশা রয়েছে। বর্তমানে এই সংশোধনাগার মানসিক হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু এই তৎকালীন সময়ের সংশোধনাগার নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে আজও বেঁচে আছে।
advertisement
জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জেলায় বিভিন্ন সময়ে কখনও বহরমপুর, কখনও বেলডাঙা, কখনও কান্দিতে, জেমোতে, কখনও জিয়াগঞ্জে কখনও বা জঙ্গিপুরে এসেছিলেন সুভাষচন্দ্র বসু।
advertisement
এছাড়াও দেশবরেণ্য, আপোষহীন স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর জীবন দর্শন, লড়াই, সংগ্রামের অনেক উপকরণই রয়েছে মুর্শিদাবাদে। ১৯১৩ সালের মে মাসে একদল ঐতিহাসিকদের সঙ্গে ইতিহাসের শহর নবাবের মুর্শিদাবাদে প্রথম এসেছিলেন।
advertisement
বহরমপুর থেকে হেঁটে লালবাগ গিয়েছিলেন। ছিলেন লালবাগের সাবিরুদ্দিন আহমেদের বাসায়। সেখানে গিয়ে তিনি ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খান বলেও জানা যায়। তৎকালীন সময়ে বহরমপুরে খাগড়া এলাকায় কংগ্রেস অফিস থাকাকালীন তিনি এসেছিলেন। বর্তমানে সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মুর্তি তৈরি করা আছে। তবে মুর্শিদাবাদ জেলাতে স্বাধীনতা আন্দোলন নিয়ে অনেক অবদান আছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর। যা আজও মনে রেখেছে অনেকেই।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhash Chandra Bose: বহরমপুরের এই জেলে বন্দি ছিলেন নেতাজি! কারাগারেই করেছিলেন সরস্বতী পুজো