হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সিউড়ির 'দেশভক্ত' শংকরের চায়ের দোকানে নেতাজির জন্মদিন পালন, আজ চা ফ্রি!

সিউড়ির 'দেশভক্ত' শংকরের চায়ের দোকানে নেতাজির জন্মদিন পালন, আজ চা ফ্রি!

চায়ের দোকানে শংকর

চায়ের দোকানে শংকর

চায়ের দোকানি শংকরপ্রসাদ পালের মা-বাবা মারা যান ছোটবেলাতেই৷ অনাথ শংকরপ্রসাদ বিভিন্ন হোম ঘুরে সিউড়ির হোমে আসেন৷

  • Last Updated :
  • Share this:

#সিউড়ি:  শংকরপ্রসাদ পাল ৷ ছোট থেকে রামকৃষ্ণ মিশনে মানুষ৷ এখন বীরভূমের সিউড়িতে বেনীমাধব স্কুলের পাশে চায়ের দোকান চালান৷ দোকানে ঝোলানো নেতাজি আর রামকৃষ্ণদেবের ছবি৷ সেই দোকানেই নেতাজির জন্মদিন পালন হল৷ চায়ের দোকানের খদ্দেররা নেতাজির ছবির নীচে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷

চায়ের দোকানি শংকরপ্রসাদ পালের মা-বাবা মারা যান ছোটবেলাতেই৷  অনাথ শংকরপ্রসাদ বিভিন্ন  হোম ঘুরে সিউড়ির হোমে আসেন৷ তৎকালীন জেলাপ্রশাসনের সাহায্য়ে পড়াশোনা শেষ করেন৷ তারপর সিউড়ির সাহিত্য় পরিষদ ও বিবেকানন্দ লাইব্রেরির দেখভালের দায়িত্ব পান শংকরপ্রসাদ৷ সঙ্গে চায়ের দোকানও চালানো শুরু করেন তিনি৷ ছোট থেকে রামকৃষ্ণদেব আর নেতাজির আদর্শে অনুপ্রাণিত৷

আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস তাঁর মনোবল বাড়ায়৷  শংকরপ্রসাদের দাদা দ্বিজেন পাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন ৷  চিন-ভারত যুদ্ধে শহিদ হয়েছিলেন তিনি৷ তখন থেকেই নেতাজির আদর্শে অনুপ্রাণিত ভাই শংকরপ্রসাদ৷ মানুষের সেবা করাই ধর্ম হিসেবে মানেন চায়ের দোকানদার৷ ছুটির দিনে দোকানে আসা দুঃস্থদের নিখরচায় চা খাওয়ান৷ জীবনের বাকি দিনগুলো নেতাজিকে মনে করেই কাটাতে চান সিউড়ির শংকরপ্রসাদ পাল৷

 সুপ্রতিম দাস

Published by:Arindam Gupta
First published:

Tags: Netaji Subhas Chandra Bose, Subhas Chandra Bose