সিউড়ির 'দেশভক্ত' শংকরের চায়ের দোকানে নেতাজির জন্মদিন পালন, আজ চা ফ্রি!

Last Updated:

চায়ের দোকানি শংকরপ্রসাদ পালের মা-বাবা মারা যান ছোটবেলাতেই৷ অনাথ শংকরপ্রসাদ বিভিন্ন হোম ঘুরে সিউড়ির হোমে আসেন৷

#সিউড়ি:  শংকরপ্রসাদ পাল ৷ ছোট থেকে রামকৃষ্ণ মিশনে মানুষ৷ এখন বীরভূমের সিউড়িতে বেনীমাধব স্কুলের পাশে চায়ের দোকান চালান৷ দোকানে ঝোলানো নেতাজি আর রামকৃষ্ণদেবের ছবি৷ সেই দোকানেই নেতাজির জন্মদিন পালন হল৷ চায়ের দোকানের খদ্দেররা নেতাজির ছবির নীচে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷
চায়ের দোকানি শংকরপ্রসাদ পালের মা-বাবা মারা যান ছোটবেলাতেই৷  অনাথ শংকরপ্রসাদ বিভিন্ন  হোম ঘুরে সিউড়ির হোমে আসেন৷ তৎকালীন জেলাপ্রশাসনের সাহায্য়ে পড়াশোনা শেষ করেন৷ তারপর সিউড়ির সাহিত্য় পরিষদ ও বিবেকানন্দ লাইব্রেরির দেখভালের দায়িত্ব পান শংকরপ্রসাদ৷ সঙ্গে চায়ের দোকানও চালানো শুরু করেন তিনি৷ ছোট থেকে রামকৃষ্ণদেব আর নেতাজির আদর্শে অনুপ্রাণিত৷
আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস তাঁর মনোবল বাড়ায়৷  শংকরপ্রসাদের দাদা দ্বিজেন পাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন ৷  চিন-ভারত যুদ্ধে শহিদ হয়েছিলেন তিনি৷ তখন থেকেই নেতাজির আদর্শে অনুপ্রাণিত ভাই শংকরপ্রসাদ৷ মানুষের সেবা করাই ধর্ম হিসেবে মানেন চায়ের দোকানদার৷ ছুটির দিনে দোকানে আসা দুঃস্থদের নিখরচায় চা খাওয়ান৷ জীবনের বাকি দিনগুলো নেতাজিকে মনে করেই কাটাতে চান সিউড়ির শংকরপ্রসাদ পাল৷
advertisement
advertisement
সুপ্রতিম দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়ির 'দেশভক্ত' শংকরের চায়ের দোকানে নেতাজির জন্মদিন পালন, আজ চা ফ্রি!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement