সিউড়ির 'দেশভক্ত' শংকরের চায়ের দোকানে নেতাজির জন্মদিন পালন, আজ চা ফ্রি!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
চায়ের দোকানি শংকরপ্রসাদ পালের মা-বাবা মারা যান ছোটবেলাতেই৷ অনাথ শংকরপ্রসাদ বিভিন্ন হোম ঘুরে সিউড়ির হোমে আসেন৷
#সিউড়ি: শংকরপ্রসাদ পাল ৷ ছোট থেকে রামকৃষ্ণ মিশনে মানুষ৷ এখন বীরভূমের সিউড়িতে বেনীমাধব স্কুলের পাশে চায়ের দোকান চালান৷ দোকানে ঝোলানো নেতাজি আর রামকৃষ্ণদেবের ছবি৷ সেই দোকানেই নেতাজির জন্মদিন পালন হল৷ চায়ের দোকানের খদ্দেররা নেতাজির ছবির নীচে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷
চায়ের দোকানি শংকরপ্রসাদ পালের মা-বাবা মারা যান ছোটবেলাতেই৷ অনাথ শংকরপ্রসাদ বিভিন্ন হোম ঘুরে সিউড়ির হোমে আসেন৷ তৎকালীন জেলাপ্রশাসনের সাহায্য়ে পড়াশোনা শেষ করেন৷ তারপর সিউড়ির সাহিত্য় পরিষদ ও বিবেকানন্দ লাইব্রেরির দেখভালের দায়িত্ব পান শংকরপ্রসাদ৷ সঙ্গে চায়ের দোকানও চালানো শুরু করেন তিনি৷ ছোট থেকে রামকৃষ্ণদেব আর নেতাজির আদর্শে অনুপ্রাণিত৷
আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস তাঁর মনোবল বাড়ায়৷ শংকরপ্রসাদের দাদা দ্বিজেন পাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন ৷ চিন-ভারত যুদ্ধে শহিদ হয়েছিলেন তিনি৷ তখন থেকেই নেতাজির আদর্শে অনুপ্রাণিত ভাই শংকরপ্রসাদ৷ মানুষের সেবা করাই ধর্ম হিসেবে মানেন চায়ের দোকানদার৷ ছুটির দিনে দোকানে আসা দুঃস্থদের নিখরচায় চা খাওয়ান৷ জীবনের বাকি দিনগুলো নেতাজিকে মনে করেই কাটাতে চান সিউড়ির শংকরপ্রসাদ পাল৷
advertisement
advertisement
সুপ্রতিম দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2020 3:56 PM IST