Nadia News: বঙ্গতনয়ার বিশ্ব রেকর্ড! দ্রুততম ভারতীয় সে, উজবেকিস্তান থেকে এল সোনা

Last Updated:

কিছুদিন আগেই আসামে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল অনুর্ধ্ব ১৬ গার্লস ৩০০ মিটার প্রতিযোগিতায় ন্যাশনাল রেকর্ড ৩৮.৫৭ টাইম সহ স্বর্ণপদক লাভ করে, এবার উজবেকিস্থান থেকে নিয়ে আসছে দুটি সোনা ও একটি রুপো৷

+
উজবেকিস্তানে

উজবেকিস্তানে গিয়ে সোনা জয় বঙ্গতনয়ার

নদিয়া:  ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হেনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে আট বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এই নজির গড়েছে হেনা।
১৬ বছরের এই কিশোরীর বাড়ি বাংলার নদিয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে। ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন ৫৩.০২ সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হেনাই। দ্রুততম ভারতীয়ও সে। ভারতীয়দের মধ্যে সে ভেঙেছে এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির।
পঞ্চম ইউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ উজবেকিস্তান । একক ভাবে ৪০০ মিটারে সোনা, একক ভাবে ২০০ মিটারে রূপো, মিক্সড রিলে সোনা জিতেছে সে। রেজওনার বাড়ির পরিস্থিতি করুন, বাবা স্কুলের সামান্য পার্শ্ব শিক্ষক। মেয়ের স্বপ্ন পূরণের জন্য ভোর চারটের সময় কৃষ্ণনগর কাজ করে এসে স্কুলে শিক্ষকতা করেন। স্কুল থেকে বাড়ি এসে বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করান।
advertisement
advertisement
আরও দেখুন
কিছুদিন আগেই আসামে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল অনূর্ধ ১৬ গার্লস ৩০০ মিটার প্রতিযোগিতায় ন্যাশনাল রেকর্ড ৩৮.৫৭ টাইম সহ স্বর্ণপদক লাভ করে।কেরালাতে ৪০০ মিটার ওপেন ন্যাশনালে অনূর্ধ্ব ১৬ গার্লস বিভাগে ৪০০ মিটার রানে ন্যাশনাল রেকর্ড করে ৫৩.২২ স্বর্ণপদক লাভ করে । ইউথ ন্যাশনাল ৪০০ মিটার দৌড়ে মিট রেকর্ড ৫৩.৪৪ টাইম করে স্বর্ণপদক লাভ করে। ও ২০০ মিটার হিটে ২৪.২২ টাইম রেকর্ড করে । ও ফাইনালে ২৪.৬১ টাইম করে রূপো লাভ করে।
advertisement
আরও দেখুন
হেনার বাবা মা ছিলেন ন্যাশনাল কবাডি প্লেয়ার ও তার কাকারা ছিলেন সেখ আনজার আলী এশিয়ান গোল্ড মেডেলিস্ট। বর্তমানে তারা এখনো আর্থিকভাবে কোনো সহযোগিতা পাননি, কেউ খোঁজও নেয়নি । বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো না। সরকারের কাছে আবেদন তারা যেন কিছু আর্থিকভাবে সাহায্য করে। তাহলে হয়তো আগামী দিনে দেশের জন্য আরও ভালো কিছু করবে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বঙ্গতনয়ার বিশ্ব রেকর্ড! দ্রুততম ভারতীয় সে, উজবেকিস্তান থেকে এল সোনা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement