Murshidabad News: ফেসবুক রিলস করতে মায়ের শাড়ি পরার শখ! মুর্শিদাবাদে কিশোরীর মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
নিম্নবিত্ত পরিবারে একটিই স্মার্টফোন ছিল। সেই ফোনেই ফেসবুক অ্য়াকাউন্ট খুলেছিল ঋতু।
বড়ঞা: ফেসবুক রিলস বানানোর জন্য় আলমারি থেকে মায়ের শাড়ি বের করে পরতে চেয়েছিল মেয়ে। তাই নিয়েই বকাবকি করেন মা। আর তার জেরেই অভিমানী হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্য়া করল ১৫ বছরের কিশোরী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞায়।
জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম ঋতু বাগদি। সে বড়ঞা থানার পারশালিকা গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্য়রা ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। জানলা ভেঙে কিশোরীর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্য় এবং প্রতিবেশীরা। যদিও বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য় কিশোরীর দেহ কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
advertisement
advertisement
পরিবার সূত্রে খবর, মৃত কিশোরী বড়ঞা হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল। সে বাবা- মায়ের দ্বিতীয় সন্তান। কিশোরীর বাবা দিন মজুরের কাজ করেন। ছোট মেয়ে হিসেবে পরিবারের সবারই আদরের ছিল ঋতু। স্বভাবতই তার এই পরিণতি পরিবার অথবা প্রতিবেশীরা কেউই মেনে নিতে পারছেন না।
advertisement
নিম্নবিত্ত পরিবারে একটিই স্মার্টফোন ছিল। সেই ফোনেই ফেসবুক অ্য়াকাউন্ট খুলেছিল ঋতু। বন্ধুদের অনেকেও ফেসবুক রিলস তৈরি করেছিল। তা দেখেই ফেসবুক রিলস তৈরির শখ হয়েছিল তার। আর তা করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল কিশোরীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 9:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ফেসবুক রিলস করতে মায়ের শাড়ি পরার শখ! মুর্শিদাবাদে কিশোরীর মর্মান্তিক পরিণতি

