দু'মাসে প্রায় ৪০লক্ষ টাকা উদ্ধার করল সাইবার থানার পুলিশ... বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
বর্তমানের সাইবার টিমের সদস্যরা সকলেই প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় করা বিভিন্ন সাম্প্রদায়িক পোস্টের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
মুর্শিদাবাদ: সাইবার প্রতারণা চক্রের তদন্তে বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের। প্রতারণার অভিযোগের ভিত্তিতে বিগত দু’মাসে প্রায় ৪০লক্ষ টাকা উদ্ধার করল সাইবার থানার পুলিশ। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার অফিসে অভিযোগকারীদের হাতে তাদের হারানো টাকা তুলে দেন পুলিশ সুপার কুমার সানি রাজ।
এদিন পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, বিগত দু-মাসে প্রায় ৪০লক্ষ টাকা উদ্ধার করার পাশাপাশি ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরও ৫০-৬০ লক্ষ টাকা উদ্ধার করা হবে। আর এটা সম্ভব হয়েছে দক্ষ সাইবার টিমের জন্য।
advertisement
advertisement
বর্তমানের সাইবার টিমের সদস্যরা সকলেই প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় করা বিভিন্ন সাম্প্রদায়িক পোস্টের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরও ৫০-৬০ লক্ষ টাকা উদ্ধার করা হবে বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 7:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'মাসে প্রায় ৪০লক্ষ টাকা উদ্ধার করল সাইবার থানার পুলিশ... বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের