Bangla News: ফলে গেল প্রিয়জনের 'কু'ডাক', ভাগীরথীতে শেষ পড়ুয়ার জীবন! ভয়ঙ্কর এক ঘটনা

Last Updated:

Bangla News: বেপরোয়াভাবে নদীর চরে লাইভ ভিডিও, রিলস, মোটরবাইক স্টান্টের ভিডিও করছে। আশঙ্কায় ছিলাম কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটে যায়। আর সেটাই ঘটে গেল।

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ
বেলডাঙাঃ ভাগীরথীর চরে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল এক ছাত্র। বৃহস্পতিবার বেলডাঙা থানার মির্জাপুর মেলিনীপাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ কিশোরের নাম সাদিকুল সেখ (১৬)। বেলডাঙা থানার মির্জাপুর মেলিনীপাড়ায় ভাগীরথী নদীতে বেশ কিছুটা জায়গায় চর পড়েছে। আর নদীর চর দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে।
জানা গিয়েছে, ভাগীরথীর এই চরে কিছু যুবকের মোটরবাইক স্টান্টের ভাইরাল ভিডিও দেখে চরে স্নান করতে আসে ভাবতা মরা পাকুরতলার বাসিন্দা সাদিকুল সেখ। স্নানের সময় আচমকাই চর থেকে নদীর গভীর জলে চলে যায় সে এবং তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের চেষ্টা করলেও পাওয়া যায়নি। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ সকালেই নামল সন্ধ্যা, ঝড়বৃষ্টির দাপট শুরু! দিনভর রাজ্যের কোন জেলায় কেমন আবহাওয়া? এখুনি জেনে নিন
প্রশাসনিক তৎপরতায় নদীর চরে মানুষের প্রবেশ বন্ধ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই কিশোরের পরিবারের সদস্যরা। বাবা রহমান শেখ বলেন, স্কুল ছুটি বলে বন্ধুদের সঙ্গে চর দেখতে এসেছিল। কিন্তু এই দুর্ঘটনা ঘটে যাবে কল্পনাও করিনি। তাহলে ছেলেটাকে আসতেই দিতাম না। স্থানীয় বাসিন্দা ইসলাম শেখ বলেন, প্রতিদিন এই চরে হাজার হাজার মানুয়ের ভিড় উপচে পড়ছে। সবাই বেপরোয়াভাবে নদীর চরে লাইভ ভিডিও, রিলস, মোটরবাইক স্টান্টের ভিডিও করছে। আমরা আশঙ্কায় ছিলাম কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটে যায়। আর সেটাই ঘটে গেল। আমরা চাই প্রশাসনেও তৎপরতায় চরে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হোক।
advertisement
advertisement
ভাগীরথীর চরে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল এক ছাত্র। বৃহস্পতিবার বেলডাঙ্গা থানার মির্জাপুর মেলিনীপাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ কিশোরের নাম সাদিকুল সেখ (১৬)। বেলডাঙা থানার মির্জাপুর মেলিনীপাড়ায় ভাগীরথী নদীতে বেশ কিছুটা জায়গায় চর পড়েছে। আর নদীর চর দেখবার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে।
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফলে গেল প্রিয়জনের 'কু'ডাক', ভাগীরথীতে শেষ পড়ুয়ার জীবন! ভয়ঙ্কর এক ঘটনা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement