BREAKING: বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা, পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে মুকুল রায়

Last Updated:
#কলকাতা: দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর কেটেছে  মাত্র কয়েক মাস ৷ কিন্তু তারমধ্যেই মুকুল রায়কে নিয়ে বড়সড় ঘোষণা করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ৷ ২০১৯ সালের লোকসভা ভোটের নির্বাচনের দায়িত্বে মুকুল রায় ৷ দিল্লিতে বুধবার সন্ধ্যেতে কেন্দ্রীয় পার্টির বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন অমিত শাহ ৷
বুধবার কেন্দ্রীয় পার্টির একটি বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিজেপি ৷  বুধবার সন্ধেবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ ২০১৯-র লোকসভা ভোটে দায়িত্বে মুকুল রায় ৷ গত পঞ্চায়েত নির্বাচনের সময় দলের নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। সেক্ষেত্রে এই বছর বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল মুকুল রায়কে ৷  রাজ্য বিজেপির নির্বাচনী কমিটির কো-অর্ডিনেটর পদের দায়িত্ব দেওয়া হল মুকুল রায়কে ৷ দিল্লিতে কেন্দ্রীয় পার্টির বৈঠকে অমিত শাহ এই সিদ্ধান্ত ঘোষণা করেন ৷
advertisement
advertisement
একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায় ৷ এরপর দলবদল করে আসার পর প্রায় আটমাস কেটে গিয়েছে ৷ তার একের পর এক মাস্টারস্ট্রোকের জেরেই কেন্দ্র মন অর্জন করেছেন মুকুল রায় ৷ এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BREAKING: বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষণা, পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে মুকুল রায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement