লকডাউনের মধ্যে এ কী কাণ্ড ! খেজুর ও আম গাছের তলায় উদ্ধার প্রচুর বোমা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জিৎপুর নতুনপাড়া এলাকায় একটি খেজুর গাছের তলায় প্রায় ২০০০ বোমা পাওয়া যায়।
#ডোমকল:লকডাউনের মধ্যেই মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার হল প্রচুর পরিমাণে সকেট বোমা। সোমবার ঘটনাটি ঘটেছে ডোমকল থানার জিৎপুর নতুনপাড়া এলাকায়। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জিৎপুর নতুনপাড়া এলাকায় একটি খেজুর গাছের তলায় প্রায় ২০০০ বোমা পাওয়া যায়।
পাশের একটি আম গাছের তলাতেও মিলেছে ২ হাজারের বেশি বোমা। ওই এলাকায় আপাতত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৭ টি বোতল এবং ২৪ টি সকেট বোমার খোঁজ মিলেছে। তবে ওই এলাকায় আরও বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত গত দু’দিন ধরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল জিতপুর এলাকা। মোজাম্মেল শেখ ও সাজিবুল শেখ নামে এক কিশোর খুন হয়। এই বোমাগুলো সেই কারণেই রাখা ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। এই ঘটনার পরেই মধ্যে পুলিশ মোতায়েন রয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 6:50 PM IST