Modi Vs Mamata: মোদিকে পাল্টা মমতার! ২৪ ঘণ্টার মধ্যে 'একই মাঠে' তৃণমূল সুপ্রিমো? জল্পনা তুঙ্গে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Modi Vs Mamata: রবিবার পঞ্চম দফা নির্বাচনের ঠিক আগের দিন সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার মোদির পাল্টা সভা মমতার? তেমনই ইঙ্গিত মিলছে তৃণমূল শিবির থেকে।
বাঁকুড়া: রবিবার পঞ্চম দফা নির্বাচনের ঠিক আগের দিন সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার মোদির পাল্টা সভা মমতার? তেমনই ইঙ্গিত মিলছে তৃণমূল শিবির থেকে। সূত্রের খবর, সোমবারই বাঁকুড়ার ওন্দাতে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর পালটা সভা করবেন মুখ্যমন্ত্রী।
আর তারই জেরে মুখ্যমন্ত্রীর সফরসূচি বদল হচ্ছে বলেও জানা যাচ্ছে। যে মাঠে রবিবার সভা করছেন প্রধানমন্ত্রী সেই মাঠেই সোমবার ঝাঁঝালো ভাষণ দেবেন তৃণমূল সভানেত্রী? অন্তত এমনটাই ইঙ্গিত। সূত্রের খবর, ইতিমধ্যেই সভা করতে চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।তবে প্রধানমন্ত্রীর সভার পর সেই মাঠেই সোমবার সভা করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছে বাঁকুড়া জেলা প্রশাসন, সেরকমই সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত, পঞ্চম দফা ভোটের আগে রবিবারই পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারসভা সেরেছেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতে শোনা যায় তাঁকে৷
advertisement
মোদি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে৷ তৃণমূল মা মাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল। এখন মা মাটি মানুষের ভক্ষণ করছে টিএমসি৷’’
advertisement
জেলার পাশাপাশি সপ্তম দফা ভোটের আগেই ভোট প্রচারে কলকাতায় রোড শো-ও করবেন প্রধানমন্ত্রী। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে কলকাতায় মেগা রোড শো হওয়ার কথা মোদির। এমনটাই ইঙ্গিত বিজেপি সূত্রে। প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহও রোড শো করবেন বলে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Modi Vs Mamata: মোদিকে পাল্টা মমতার! ২৪ ঘণ্টার মধ্যে 'একই মাঠে' তৃণমূল সুপ্রিমো? জল্পনা তুঙ্গে