বাঙালির হেঁসেলে এবার ‘মিল্ক ফিশ’ ?

Last Updated:

বাঙালির রসনা তৃপ্তিতে যুক্ত হতে চলেছে আরেকটি মাছ, যার নাম ‘মিল্ক ফিশ’। এর বিজ্ঞানসম্মত নাম Chanos Chanos।

#কলকাতা:  বাঙালির রসনা তৃপ্তিতে যুক্ত হতে চলেছে আরেকটি মাছ, যার নাম ‘মিল্ক ফিশ’। এর বিজ্ঞানসম্মত নাম Chanos Chanos। দেখতে অনেকটা ইলিশের মতো, চকচকে রূপালি রঙের আঁশ, তবে ইলিশের চেয়ে পেটের দিকটা কম চওড়া। এই মাছ ইলিশের মতোই বেশি কাঁটাযুক্ত এবং সুস্বাদু। ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপিন্স বেশ কয়েক শতাব্দী আগেই এই মাছের চাষ শুরু করেছে। তবে সেইসময় একেবারে কম খরচে এর লালন করা হত। বিগত শতাব্দীর সাতের দশক থেকে এইসব দেশে মিল্ক ফিশ চাষে বিনিয়োগ বাড়ে এবং উন্নত পরিকাঠামোয় চাষ শুরু করা হয়। এই তিনটি দেশই এই মাছের রফতানি বাণিজ্যেও সেরা।
মিল্ক ফিশ সমুদ্রের মাছ। এই মাছ ১৫ বছর বয়স অবধি বাঁচে। পুরুষ মাছ ১.৮ মিটার এবং স্ত্রী মাছ ১.২৪ মিটার অবধি লম্বা হতে পারে। একটি পরিণত মাছের ওজন ১৪ কেজি পর্যন্ত হয়। উপকূলের নোনা জলে এরা স্বচ্ছন্দ। আমাদের দেশে দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় সমুদ্র উপকূলে মিল্ক ফিশ পাওয়া যায়। আগে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলেও দেখা যেত। এখন এই মাছকে বাণিজ্যিকভাবে চাষ করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বলা বাহুল্য, সেইসব উদ্যোগ নোনা জলকে ঘিরেই। তার মানে নদী মোহনা বা খাঁড়ি সংলগ্ন এলাকায়, যেখানে নোনাজল ঢোকানো বা বের করা যায়, সেইসব ভেড়িতে, ঘেড়িতে। সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ব্র্যাকিশওয়াটার অ্যাকোয়াকালচারের প্রধান কার্যালয় চেন্নাইয়ে এই মাছের বাচ্চা উৎপাদন করা হচ্ছে এবং এই সংস্থার বিজ্ঞানীদের প্রযুক্তিগত পরামর্শে চাষ করা হচ্ছে।
advertisement
Milkfish_cultivation_in_farmer's_pond_at_Khamargachhi_3
advertisement
স্বাদে দরকার বৈচিত্র। তাই নোনাজলের সীমিত পরিসর থেকে বের করে আনার চেষ্টা বিজ্ঞানীদের। স্বাদু জলে (নোনা নয় এমন জলে), মানে উপকূল এলাকার বাইরে রাজ্যের অন্যান্য এলাকার পুকুর-জলাশয়ে যদি এর চাষ ছড়িয়ে দেওয়া যায়, তাহলেই এই মাছের উৎপাদন বাড়ানো সম্ভব, মাছটিকে জনপ্রিয় করা সম্ভব। সেরকমই একটা উদ্যোগ দেখা গেল হুগলি জেলার খামারগাছিতে অমলেশ মিশ্রের পুকুরে। সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ব্র্যাকিশওয়াটার অ্যাকোয়াকালচার থেকে এখানে চারা সরবরাহ করা হয়েছে এবং এই সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের পরামর্শে মিল্ক ফিস চাষ করা হচ্ছে। মাস ছ’য়েক সময়ের মধ্যে একেকটি চারা মাছ ৪০০ গ্রাম ওজনের হয়েছে, যা এক বছরে ৮০০-৯০০ গ্রাম হবে। বিজ্ঞানীদের ধরণা, আগামীদিনে এই মাছ জনপ্রিয়তা পাবে। দাম রুই-মৃগেলের চেয়ে দুই বা আড়াই গুণ। মাছটি খেতে যখন সুস্বাদু, তখন ধরে নেওয়া যেতে পারে তা বাঙালির হেঁসেলে নিশ্চিত ঠাঁই করে নেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঙালির হেঁসেলে এবার ‘মিল্ক ফিশ’ ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement