West Medinipur News: শীতের সকালে বাড়তি পাওনা, এই অতিথিদের কলরবে ঘুম ভাঙ্গে সবার

Last Updated:

যারা পরিবেশকে ভালোবাসেন কিম্বা ছবি তোলা যাদের শখ, তারা আসতে পারেন এখানে।

+
পাখিদের

পাখিদের মেলা

পশ্চিম মেদিনীপুর: শীত পড়লে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ‘ওরা’ দেশ-দেশান্তর থেকে। তরপর বেশ কয়েকটা মাস কাটিয়ে আবারও ফিরে যায় নিজেদের গন্তব্যে। এই কয়েক মাসেই বদলে দেয় এলাকার ছবি। ‘ওদের’ দেখতে ভিড় করেন বহু মানুষ দূর-দূরান্ত থেকে।
পরিযায়ী পাখিদের প্রতিবছর শ’য়ে শ’য়ে আগমণ হয় ঘাটালে।ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ড হরিসিংহপুরের বাসিন্দাদেরকয়েক মাস পাখিদের কলরবেই ঘুম ভাঙ্গে। দিনভরকিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠেগোটা এলাকা।অন্যান্য বছরের মত এ বছরও শীতশুরু হতেই ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছে সরল হাঁস, জল পিপি, ব্রোঞ্জ উইঙ্গর সমেতনানান পরিযায়ী পাখি। আর তাদেখতে বেশ ভিড় জমছেন বহু মানুষ এখানে। পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রান্তে অবস্থিত ঘাটাল। এই ঘাটালে বিভিন্ন ওয়ার্ডে রয়েছে ছোট বড় নানান জলাশয়। প্রতি বছর শীতের সময় হাজারহাজারনানান প্রজাতির পরিযায়ী পাখি আসে জলাশয়ে।
advertisement
advertisement
এই পরিবেশে থাকা, প্রজনন, বংশবৃদ্ধির পর শীতের শেষে ফের ফিরে যায় নিজের গন্তব্যে। মূলত এই সমস্ত পাখির অধিকাংশ সুদূর সাইবেরিয়া থেকে আগমণ হয়। এছাড়াও আরও বিভিন্ন দেশ থেকে এরা উড়ে আসে।যারা পরিবেশকে ভালোবাসেন অথবা পাখিদের নিয়ে গবেষণা করেন তাদের অনেকেই প্রতি বছর এখানে আসেন।প্রশাসনের তরফে নজর াখা হয় যাতে এই সমস্ত পাখি কেউ শিকার না করে। পাশাপাশিছবি তোলার আছিলায় যাতে চোরা শিকারিরা এখানে ঢুকতে না পারে সে বিষয়েও নজর দেওয়া হয় বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
advertisement
পাখিদের এই ঝাঁক, জলাশয়ে কখনও ভেসে বেড়ানো আবার সেখান থেকে উড়ে যাওয়া সব মিলিয়ে এক অপূর্তব পরিবেশ তৈরি হয় এই কটা মাস।বছরের এই নির্দিষ্ট সময়ে পরিবেশপ্রেমী, পাখি বিশারদএবং সাধারণ
আরও খবর পড়তে ফলো করুন
মানুষের ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন হতে পারে ঘাটালের এই ছোট্ট এলাকাটি।
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শীতের সকালে বাড়তি পাওনা, এই অতিথিদের কলরবে ঘুম ভাঙ্গে সবার
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement