কী ভয়ঙ্কর! ফের আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক, মেরে পা ভেঙে দিল হরিয়ানার পুলিশ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ভিন রাজ্যে ফের অত্যাচারের শিকার হলেন এক পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকের মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ হরিয়ানার পানিপথ এলাকার পুলিশের বিরুদ্ধে। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে জোর করে বাংলাদেশি বলে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগও করেন ওই শ্রমিক।
চঞ্চল মোদক, গোয়ালপোখর: ভিন রাজ্যে ফের অত্যাচারের শিকার হলেন এক পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকের মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ হরিয়ানার পানিপথ এলাকার পুলিশের বিরুদ্ধে। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে জোর করে বাংলাদেশি বলে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগও করেন ওই শ্রমিক। স্বীকার না করায় মেরে পা ভেঙে দেওয়া হয় গোয়ালপোখরের আরও এক শ্রমিকের। ভিডিওর মাধ্যমে এমনই বীভৎস ঘটনার পরে গোয়ালপোখরের তৃণমূল নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন ওই পরিযায়ী শ্রমিকের।
জানা গিয়েছে, গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উকুশভাষা গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মহম্মদ কবির। পঞ্চায়েত নির্বাচনের পর হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। অভিযোগ, গত মাসের ১৪ তারিখে শুধুমাত্র বাংলা ভাষা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পানিপথের পুলিশ মহম্মদ কবিরকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরেই শুরু হয় অকথ্য অত্যাচার শুরু হয়। জোর করে বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা করতে থাকে পানিপথের পুলিশ। স্বীকারোক্তি না করায় বেধড়ক মারধর করতে থাকে তাঁরা। প্রবল মারে পা ভেঙে দেওয়া হয় মহম্মদ কবির নামে ওই পরিযায়ী শ্রমিকের। এমনটাই অভিযোগ। খবর পেয়ে আজ ওই শ্রমিকের বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর রব্বানি । দলের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন গোয়ালপোখরের পরিযায়ী শ্রমিকের পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 11:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কী ভয়ঙ্কর! ফের আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক, মেরে পা ভেঙে দিল হরিয়ানার পুলিশ!