Mid Day Meal: মিড ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে পোকা, অসুস্থ বেশ কয়েকজন শিশু! হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য

Last Updated:

Mid Day Meal: এই খাবার বাচ্চারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকজন হাসপাতালে ভরতি।

খিচুড়িতে পোকা
খিচুড়িতে পোকা
বসিরহাট: হিঙ্গলগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়িতে পোকা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটে ২৪০ নং বুথের ১০২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে পোকা ও লার্ভা ভাসছে। পাশাপাশি, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরেরও শোচনীয় অবস্থা বলে জানান এলাকাবাসী। ইতিমধ্যে ওই খিচুড়ি খেয়ে ২-৩ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের যোগেশগঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ভোগে অবশ্যই রাখুন এই পদ, পুজোর সময় খেয়াল রাখুন বিশেষ দুই নিয়ম
এলাকাবাসীর অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়, এর ফলে খিচুড়িতে পোকা দেখা যাচ্ছে। এই খাবার বাচ্চারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ।
advertisement
advertisement
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ঘর আছে তার উপরে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি দিয়ে বৃষ্টির সময় জল পড়ে, সেই জল ড্রামে ধরে রাখে ও বাচ্চাদের সেই জলে খিচুড়ি রান্না করে দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে এলাকার শিশু ও মায়েরা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পাক এটাই চাইছে স্থানীয় মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: মিড ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে পোকা, অসুস্থ বেশ কয়েকজন শিশু! হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement