Khuntipuja on Rathyatra 2025: স্বর্ণালঙ্কারে সম্পূর্ণ আবৃত থাকবে প্রতিমা, রথযাত্রায় জাঁকজমক করে হল কোজাগরী লক্ষ্মীপুজোর খুঁটিপুজো

Last Updated:

Khuntipuja on Rathyatra 2025: খুঁটিপুজোতেই চমক, জানা গিয়েছে এবছর সদিয়ালের লক্ষীমন্ডপ সাজছে প্যারিসের অপেরা হাউসের আদলে‌। এছাড়াও সম্পূর্ণ প্রতিমাটি মোড়া থাকবে স্বর্ণ অলঙ্কার দিয়ে। এই পুজোর প্রধান উদ্যোক্তা মথুরাপুরের সাংসদ বাপী হালদার।

খুঁটিপুজোতে মথুরাপুরের সাংসদ
খুঁটিপুজোতে মথুরাপুরের সাংসদ
নবাব মল্লিক, মথুরাপুর: খুঁটিপুজোতেই চমক, জানা গিয়েছে এ বছর সদিয়ালের লক্ষ্মীমণ্ডপ সাজছে প্যারিসের অপেরা হাউসের আদলে‌। এছাড়াও সম্পূর্ণ প্রতিমা মোড়া থাকবে স্বর্ণ অলঙ্কার দিয়ে। এই পুজোর প্রধান উদ্যোক্তা মথুরাপুরের সাংসদ বাপী হালদার।
দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন তিনি। এই এলাকায় দুর্গাপুজোর থেকেও জাঁকজমকভাবে এই পুজো হয়। প্রতিবছর এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ থাকে তুঙ্গে। সেই আগ্রহের আবহকে উস্কে দিয়ে এই পুজোর চমকের কথা সবার সামনে আনলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি নিজেই দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন।
এছাড়াও তিনি জানিয়েছেন এখানে এ বছর প্রতিমাটি সম্পূর্ণ স্বর্ণালঙ্কার দিয়ে মোড়া থাকবে‌। গতবছর এখানে কয়েক লক্ষ মানুষ এসেছিলেন। এবছর সেই ভিড় আরও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সকলেই।  খুঁটিপুজোতেই এই চমকের কথা সকলের সামনে আনলেন তিনি। এই পুজোর সহযোগিতায় থাকে সাদিয়াল জনকল্যাণ সংঘ। এ বছর মণ্ডপ নির্মাণের কাজ আগে থেকেই শুরু হয়েছে। রাখা হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
advertisement
advertisement
মনে করা হচ্ছে, এই বছর গত বছরের তুলনায় আরও ভিড় বাড়বে। সেই দিকে লক্ষ রাখা হচ্ছে‌। এ বছর মণ্ডপ ও প্রতিমার আকর্ষণ ছাড়াও থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khuntipuja on Rathyatra 2025: স্বর্ণালঙ্কারে সম্পূর্ণ আবৃত থাকবে প্রতিমা, রথযাত্রায় জাঁকজমক করে হল কোজাগরী লক্ষ্মীপুজোর খুঁটিপুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement