• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • নাবালিকার গোপনে বিয়ে রুখল প্রশাসন, মেয়েটি পেল সরকারি প্রকল্পের সুবিধা

নাবালিকার গোপনে বিয়ে রুখল প্রশাসন, মেয়েটি পেল সরকারি প্রকল্পের সুবিধা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফের নাবালিকা বিয়ে রুখল প্রশাসন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া এলাকায়।

 • Share this:
  #ডেবরা: ফের নাবালিকা বিয়ে রুখল প্রশাসন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া এলাকায়। এলাকার বাসিন্দা লক্ষীকান্ত শিং এর ছোট মেয়ের বিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে ডেবরা বিডিও ও ডেবরা থানার পুলিশকর্মী উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করলেন। লক্ষীকান্ত সিং-এর মেয়ে স্থানীয় ডুঁয়া রুদ্রেশ্বর হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী বয়স ১৪ বছর । ডেবরা বিডিও গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ঘিয়ে বিয়ে বন্ধ করেন। বিডিও পিন্টু ঘড়ামি ছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও ও ডেবরা থানার পুলিশ আধীকারিকরা। প্যান্ডেল লাইট রেডি, রান্নাও চাপার মুখে, বিয়ে দেওয়ার কথা ছিল পিংলার বেলুন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসনের আধিকারিকেরা বন্ধ করেছে বিয়ে । রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের কথা জানানো হয়েছে তাঁদের । প্রথম দফায় টাকাও পেয়েছে ওই মেয়েটি । পরে অবশ্য পরিবারের সদস্যরা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন মেয়ের ১৮ বছর না পেরোলে বিয়ে দেবেন না। মেয়েকে পড়াবেন। মেয়ে বাঁচবে নিজের জীবন ৷ আরও পড়ুন :  Paytm ক্যাশব্যাকে কোটি কোটি টাকার প্রতারণা ! গ্রেফতার Paytm কর্মী সহ ৪
  First published: