Digha: দিঘায় দেড় লক্ষ টাকা জয়ের সুযোগ! সেজে উঠেছে সৈকত শহর
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা এমন কি অন্য়ান্য় রাজ্য় থেকেও প্রতিযোগীরা দিঘায় এসে পৌঁছেছেন।
#দিঘা: দিঘায় গিয়ে নগদ দেড় লক্ষ টাকা জেতার সুযোগা! শুনতে অবাক লাগলেও এটাই সত্য়ি। সৌজন্য়ে দিঘা ম্য়ারাথন।
পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে আগামিকাল, শনিবার দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে নো প্লাস্টিক, নো পলিউশন শীর্ষক ম্য়ারাথন প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এই প্রতিযোগিতার উদ্য়োক্তা। এই ম্যারাথন প্রতিযোগিতায় জেলার পাশাপাশি ভিন জেলা এবং ভিন রাজ্যের প্রতিযোগীরাও অংশ নেবে।
একুশ, দশ এবং পাঁচ- এই তিন দূরত্বের ম্য়ারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা এমন কি অন্য়ান্য় রাজ্য় থেকেও প্রতিযোগীরা দিঘায় এসে পৌঁছেছেন।
advertisement
advertisement
শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্য জেলার পুলিশ আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখলেন। লক্ষাধিক টাকার পুরস্কার মূল্যের এই ম্যারাথন প্রতিযোগিতায় ইতিমধ্যে হাজারেরও বেশী প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু পরিবেশ সচেতনতার বার্তা নয়, জন সংযোগ গড়ে তুলতে জেলা পুলিশের পক্ষ থেকে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 11:21 PM IST