পুজো নিয়ে হিন্দুত্বের কৌশল বিজেপির, জনসভায় মমতার তোপ মোদি-অমিতকে
Last Updated:
#রামপুরহাট: দুর্গাপুজো ও সরস্বতী পুজোকে শিখণ্ডী করে রাজ্যে হিন্দুত্বের সুড়সুড়ি। নরেন্দ্র মোদি ও অমিত শাহের ধর্মীয় মেরুকরণ কৌশলের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা বাইরে থেকে এসে ভুল বোঝাচ্ছেন বলে তোপ দেগেছেন মমতা। রামপুরহাটের জনসভা থেকে এ নিয়ে গেরুয়াশিবিরকে পালটা চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত, গতবছর মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায়। দুর্গাপুজো ও সরস্বতী পুজো নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছিলেন মোদি। কৌশলে খেলেছিলেন ধর্মীয় মেরুকরণের তাস।
advertisement
লোকসভা ভোটের মুখে, মালদহে এসে মোদির সুর অমিত শাহের গলাতেও।
advertisement
বুধবার, রামপুরহাটের সভা থেকে বিজেপিকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনার রাজ্যে দুর্গাপুজো হয় কি হয় না? দুর্গাপুজো-সরস্বতী পুজো। স্কুল কলেজে সরস্বতী পুজো হয়? অর্ধশিক্ষিতদের কানে যাক ৷ তিনি আরও বলেন, হরিদাস, ক্রীতদাস, সব কটা বন্ডেড লেবার। হয় প্রমাণ করুন না হলে রাজনীতি ছেড়ে দিন। না হলে আমি রাজনীতি ছেড়ে দেব। পুজো কমিটিগুলিকে ইনকাম ট্যাক্সের নোটিস দেওয়া হয়েছে। পারবেন, উত্তরপ্রদেশ, মুম্বইয়ের পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠাতে?
advertisement
বিরোধীদের অভিযোগ, ভোটের আগে উন্নয়ন নয়, ধর্মীয় ভেদাভেদকেই হাতিয়ার করছে বিজেপি। এবার, পালটা চ্যালেঞ্জ ছুড়ে বিজেপিকে টেক্কা দিলেন মমতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 5:20 PM IST