জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে চলন্ত গ্যাস ভর্তি ট্যাঙ্কার, উলুবেড়িয়ায় থমকে যান চলাচল

Last Updated:

Fire Incident: হলদিয়া থেকে পানাগড় যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটে। চলন্ত ট্যাঙ্কারে আগুনের জেরে বেশ কিছুটা সময় যান চলাচল থমকে পড়ে।

হাওড়া'য় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ আগুন গ্যাস ট্যাঙ্কারে
হাওড়া'য় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ আগুন গ্যাস ট্যাঙ্কারে
উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কারে আগুন! সোমবার সকালে কর্মসংস্থা মুখী মানুষ। ব্যস্ত জাতীয় সড়ক। এমন সময় হাওড়ার উলুবেড়িয়া জোড়াকলতলা এলাকায় একটি চলন্ত ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে থমকে যায় হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। জানা গিয়েছে, হলদিয়া থেকে পানাগড় যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটে। চলন্ত ট্যাঙ্কারে আগুনের জেরে বেশ কিছুটা সময় যান চলাচল থমকে পড়ে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে এদিন উলুবেড়িয়া জোড়া কলতলার কাছে একটি লড়ি ওভারটেক করে আসার সময় গ্যাস ট্যাঙ্কারটিতে ধাক্কা মারে। গ্যাস ভর্তি থাকায় ধাক্কা লাগার মুহূর্তেই আগুন লেগে যায়। দ্রুত আগুন গ্রাস করে ফেলে ট্যাঙ্ক সহ গাড়িটি। মুহূর্তেই ওই গাড়ির ইঞ্জিন পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কে বিপজ্জনক ভাবে আগুন জ্বলতে থাকে। ঘটনা দেখে জাতীয় সড়কে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা খবর দেয় দমকলে। ঘটনাটি কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
advertisement
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্যাঙ্কারটিকে সরিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে চলন্ত গ্যাস ভর্তি ট্যাঙ্কার, উলুবেড়িয়ায় থমকে যান চলাচল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement