Accident: পিক-আপ ভ্যানের পিছনে ধাক্কা মারল বাইক... উল্টে গেল মাছভর্তি গাড়ি, চোখের নিমেষে সব শেষ, মৃত্যু!

Last Updated:

মধ্যমগ্রামে পথদুর্ঘটনায় এসকে কাসেদ ও জিয়ারুল রহমানের মৃত্যু. উত্তেজিত জনতা থানায় ভাঙচুর চালায়. পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ. পিকআপ ভ্যানের চালক ও খালাসি পালিয়ে যায়.

ভয়াবহ পথ দুর্ঘটনা
ভয়াবহ পথ দুর্ঘটনা
মধ্যমগ্রাম, জিয়াউল আলম: মধ্যমগ্রামে পথদুর্ঘটনায় দুজনের মৃত্যু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল, পরে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত দু’জনের নাম এসকে কাসেদ (২৫) ও জিয়ারুল রহমান (৩৮)। দ্বিতীয় জনের মৃত্যু খবর পাওয়ার পরই উত্তেজিত জনতা মধ্যমগ্রাম থানায় ভাঙচুর চালায়। তবে পুলিশ কড়াকড়ি শুরু করলে উত্তেজিত জনতা পালিয়ে যায়। রাস্তায় পুলিশের টাকা তোলার অভিযোগ তুলে এলাকার মানুষজন পুলিশের কিয়ক্স ভাঙচুর করে।
সূত্রের খবর, মধ্যমগ্রামের কাজি নজরুল ইসলাম সরণিতে একটি গাড়ি এবং তার পিছনের একটি বাইকে দুজন অরোহী ছিলেন। বাইকটি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। পিকআপ ভ্যানটি মাছের গাড়ি ছিল। সেটিও উল্টে যায়। গাড়িতে থাকা চালক ও খালাসিরা ঘটনার পরেই পালিয়ে যান।
advertisement
advertisement
এলাকাবাসীর দাবি, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে ওই ঘাতক পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেলেন। পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এলাকায় থাকা পুলিশ কিয়ক্সেও ভাঙচুর চালানো হয়। মধ্যমগ্রাম থানায় পিকআপ ভ্যান ও বাইক টিকে নিয়ে আসা হয়।বাইকটি একেবারে দুমড়মুচড়ে যায়। পিক আপ ভ্যানে ভর্তি মাছ ছিলো, যার চিহ্ন এখনও স্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: পিক-আপ ভ্যানের পিছনে ধাক্কা মারল বাইক... উল্টে গেল মাছভর্তি গাড়ি, চোখের নিমেষে সব শেষ, মৃত্যু!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement