বৌদির সঙ্গে প্রেমে কোনও পরিণতি ছিল না, একসঙ্গে মৃত্যু বাছলেন ঝাড়গ্রামের 'রোমিও-জুলিয়েট'

Last Updated:

Jhargram Couple Passed Away Together: ঘরের ভেতরে বিছানায় তখন নিথর দেহ অপর্না সাউ-এর। মুখ থেকে ফেনা বের হচ্ছিল তাঁর। পাশেই সিলিং থেকে ঝুলছিল তাঁর প্রেমিক পিন্টু ঘড়োই-এর দেহ। একই সঙ্গে মৃত্যু বেছে নিলেন ঝাড়গ্রামের 'রোমিও-জুলিয়েট'।

বৌদির সঙ্গে প্রেমে কোনও পরিণতি ছিল না, একসঙ্গে মৃত্যু বাছলেন ঝাড়গ্রামের 'রোমিও-জুলিয়েট'
বৌদির সঙ্গে প্রেমে কোনও পরিণতি ছিল না, একসঙ্গে মৃত্যু বাছলেন ঝাড়গ্রামের 'রোমিও-জুলিয়েট'
ঝাড়গ্রাম: প্রেমের পরিনতি নেই বুঝেই একই সঙ্গে মৃত্যু বেছে নিল প্রেমিক-প্রেমিকা। ঝাড়গ্রাম এর ১নং ওয়ার্ড শিরিশচক এলাকা থেকে উদ্ধার যুগলের মৃতদেহ। অ্যাসবেস্টস ভেঙে ঘরে ঢোকে পুলিশ। ঘরের ভেতরে বিছানায় তখন নিথর দেহ অপর্না সাউ-এর। মুখ থেকে ফেনা বের হচ্ছিল তাঁর। পাশেই সিলিং থেকে ঝুলছিল তাঁর প্রেমিক পিন্টু ঘড়োই-এর দেহ। একই সঙ্গে মৃত্যু বেছে নিলেন ঝাড়গ্রামের ‘রোমিও-জুলিয়েট’। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। স্থানীয় সূত্রের জানা যায়, প্রেমে পরিণতি নেই বুঝেই একসঙ্গে মৃত্যু বেছে নিয়েছেন দু’জন। পিন্টু ঘড়োই এবং অপর্না সাউ সম্পর্কে জামাই, বৌদি। পিন্টুর বাড়ি কলকাতায়, কিন্তু বিয়ের কয়েক বছর পর তিনি কাজের খোঁজে ঝাড়গ্রামে চলে আসেন। এবং এখানেই ড্রাইভারি করেন। বাড়ি ভাড়া নেন শ্বশুরবাড়ির অদুরে শিরিশচক এলাকায়। পাশেই রাধানগর এলাকায় শ্বশুরবাড়ি হওয়ায় শ্যালকের বৌ অপর্নার সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন পিন্টু। মাঝেমাঝেই পিন্টুর বাড়িতে আসাযাওয়া শুরু করেন তাঁরা। এই বিষয়টা জানাজানি হওয়ায় পিন্টুর বাড়িওয়ালা এখানে অপর্নাকে আসতে মানা করে দেন।
advertisement
advertisement
তবে শুক্রবার বাড়িওয়ালা বাড়ি না থাকায় পিন্টু অপর্নাকে ফের বাড়িতে ডেকে নেন বলে জানা যায়। তার পরই এই চরম সিদ্ধান্ত। শনিবার সকালে বেলা বাড়লেও পিন্টু বাড়ির দরজা না খোলায় তাঁকে ডাকতে আসেন স্থানীয়রা। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় জানালা ফাঁক করতে দেখা যায় সিলিং থেকে ঝুলছেন পিন্টু। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। পুলিশ এসে ঘরে ঢুকলে দেখতে পায় শুধু পিন্টু নয়, মৃত্যু হয়েছে অপর্নারও।
advertisement
তবে পুলিশ ক্ষতিয়ে দেখছে যে এর পেছনে অন্য কোনও ঘটনা আছে কি না। পুজোর এমন এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।
রাজু সিং 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৌদির সঙ্গে প্রেমে কোনও পরিণতি ছিল না, একসঙ্গে মৃত্যু বাছলেন ঝাড়গ্রামের 'রোমিও-জুলিয়েট'
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement