হোম /খবর /দক্ষিণবঙ্গ /
চাকদহে লটারি ব্যবসায়ীকে গুলি করে খুন, উদ্ধার পিস্তল, আটক ২

চাকদহে লটারি ব্যবসায়ীকে গুলি করে খুন, উদ্ধার পিস্তল, আটক ২

বৃহস্পতিবার রাতে পাড়ার ক্লাবেই উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। নদিয়ায় চাকদহের দরাপপুরের ঘটনায় চাঞ্চল্য।

  • Last Updated :
  • Share this:

#নদিয়া: লটারি ব্যবসায়ীকে গুলি করে খুন। নদিয়ায় চাকদহ থানার দরাপপুরের ঘটনা। উদ্ধার পিস্তল। আটক ২।

বছর খানেক ধরে লটারির ব্যবসা করছিলেন অমর দাস। পসারও বেশ ভালই জমেছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার ক্লাবেই উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। নদিয়ায় চাকদহের দরাপপুরের ঘটনায় চাঞ্চল্য।

বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন অমর দাস। বিকেলে কোনও এক জনের ফোন পেয়ে শ্বশুরবাড়ি থেকে একাই বাড়ি ফেরেন তিনি। রাত ৯টা নাগাদ স্বামীর সঙ্গে স্ত্রীর ফোনে কথাও হয়। সেইসময় ক্লাবেই ছিলেন অমর..GFX OUT। তারপরই ক্লাবে লটারি ব্যবসায়ীর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার।

মৃতের স্ত্রী জানিয়েছেন, ‘ফোন করেছিলাম, ক্লাবে ছিল, আসতে দেরি হবে, কাজ আছে, ফোন কাটেনি, শুনছিলাম পাশে কথা বলছিল ৷’ ব্যবসায়িক কারণে খুন বলে অনুমান প্রতিবেশীদের।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পিস্তল। মোবাইলের টাওয়ার লোকেট করে মৃতের গতিবিধি জানতে চাইছে পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে চাকদহ থানা।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Chakdah, Lottery Businessman, Murder