Lok Sabha Election 2024: দক্ষিণে পাখির চোখ মথুরাপুর, প্রচার কৌশলে বিরাট বদল বিজেপির
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Lok Sabha Election 2024: মথুরাপুর লোকসভাকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের বিবেচনায় সুন্দরবন লাগোয়া এই লোকসভা আসনটি এবার অত্যন্ত 'পজেটিভ'
দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাদের আঁতুড় ঘর বলে বিবেচনা করা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলাকে। সেই জেলাতেই এবার সিঁধ কাটার বড়সড় পরিকল্পনা করে ফেলেছে বিজেপি। মথুরাপুর লোকসভাকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। গেরুয়া শিবিরের বিবেচনায় সুন্দরবন লাগোয়া এই লোকসভা আসনটি এবার অত্যন্ত ‘পজেটিভ’।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় অর্থাৎ ১ জুন মথুরাপুরে ভোটগ্রহণ হবে। ফলে এখানে ভোট প্রচারে সব পক্ষই অনেকটা বেশি সময় পাচ্ছে। এতদিন পর্যন্ত এই কেন্দ্রে ছোট ছোট পথসভার মাধ্যমে ভোট প্রচার করছিল বিজেপি। এবার তারা মথুরাপুরের মানুষকে বার্তা দিতে বড় জনসভার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত।
advertisement
আরও পড়ুন: ‘গনি’ মিথ আজও অটুট? মালদহ দক্ষিণে গঙ্গা ভাঙন ইস্যুর সঙ্গেই চলছে এই প্রশ্নের উত্তর খোঁজা
advertisement
এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাঁকে পদযাত্রা অথবা ছোট জনসভায় দেখা যাচ্ছিল। পদযাত্রায় থাকছিল ঢোল, করতাল সহ অন্যান্য বাদ্যযন্ত্র। তবে এবার লোকসভা নির্বাচনের দিন সামনে এসে যাওয়ায় প্রচারের গতি বাড়াতে চাইছেন তিনি। জানিয়েছেন আগামী ৬ এপ্রিল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর ক্রমান্বয়ে আসবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। যতদিন না ভোট হয় ততদিন পর্যন্ত প্রচারের গতি বাড়িয়ে যেতে চান তিনি।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: দক্ষিণে পাখির চোখ মথুরাপুর, প্রচার কৌশলে বিরাট বদল বিজেপির