Lok Sabha Election 2024: ভোটের আগে কী কী দাবি জঙ্গলমহলের মানুষের?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Lok Sabha Election 2024: লোধা জনজাতির মানুষের বাস এখানে। এখানে মূল রাস্তা ঢালাই হলেও গ্রামীণ রাস্তা বেশ খারাপ। রাস্তাঘাট মেরামতের পাশাপাশি প্রধান সমস্যা জলের, সুবন্দোবস্ত করার দাবি জানিয়েছেন গ্রামের মানুষ
পশ্চিম মেদিনীপুর: সরকারের পালা বদলের পর জঙ্গলমহলের মানুষের জীবন যাত্রার বদল ঘটেছে। বদল হয়েছে রাস্তাঘাট এবং জনজীবনেরও। এককালের মাটির পথ কোথাও হয়েছে ঢালাই, আবার কোথাও পিচের রাস্তা। সরকারি নানান সাহায্য-সহযোগিতা পাচ্ছেন গ্রামের মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার থেকে রেশন, কিংবা নানান সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন তাঁরা। তবে গ্রামীণ এলাকায় লোকসভা নির্বাচনের আগে মানুষের একাধিক দাবি-দাওয়া রয়েছে। গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের উন্নতি, পানীয় জলের ব্যবস্থা যুবকদের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তাঁরা।
জঙ্গলমহলের মানুষের প্রধান রুটি রুজির মাধ্যম জঙ্গলের পাতা, কাঠ। শাল পাতার থালা তৈরি করে কিংবা জঙ্গলের কাঠ বিক্রি করে সংসার চালাতে হয় তাঁদের। দু’বেলা দুমুঠো অন্ন জোগাড় করতে গিয়ে হয় না ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা। এছাড়াও দারিদ্রও একটি বড় ফ্যাক্টর জঙ্গলমহলের মানুষের কাছে। লোকসভা নির্বাচনের আগে একাধিক দাবি দাওয়া রয়েছে গ্রামের মানুষের।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের সাতশোল গ্রাম জঙ্গল লাগোয়া। লোধা জনজাতির মানুষের বাস এখানে। এখানে মূল রাস্তা ঢালাই হলেও গ্রামীণ রাস্তা বেশ খারাপ। রাস্তাঘাট মেরামতের পাশাপাশি প্রধান সমস্যা জলের, সুবন্দোবস্ত করার দাবি জানিয়েছেন গ্রামের মানুষ। শুধু তাই নয় সামাজিক জনজীবনের উন্নতির দাবি জানিয়েছেন তারা।
advertisement
এছাড়াও গ্রামীণ এলাকায় কর্মসংস্থান এবং আর্থসামাজিকতার বদলে দাবি জানিয়েছেন জঙ্গলমহলের মানুষেরা। দিন কয়েক পরেই নির্বাচন। ভোট উৎসবে অংশ নেবেন তারাও। তবে আর্থ সামাজিক পরিকাঠামো এবং এলাকার উন্নয়নের দাবি সকলের। কতটা তাদের দাবি মানা হয় তা বলবে সময়।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2024 8:03 PM IST