North 24 Parganas News: চুরি ঠেকাতে চেন-তালা ঝুলল কলা গাছে! কাঁদিতে অভিনব বেড়া

Last Updated:

চুরি ঠেকাতে গাছে তালা! কলা গাছের ফলন চুরি আটকাতে অভিনব উদ্যোগ। তালা-চাবি দিয়ে গাছ চোর ঠেকানোর চেষ্টা।

+
কলা

কলা গাছের তালা

উত্তর ২৪ পরগনা: এক সময়ে অস্ত্র হাতে কর্মরত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকায়। ২৬ বছর ধরে করা বিএসএফের সেই চাকরি থেকে গত পাঁচ বছর হল অবসর নিয়ে, বাড়িতে ফিরে শুরু করেন চাষাবাদ। জমির পাশাপাশি বাড়ির কাছেই রাস্তার ধারে বেশ কিছু কলা গাছ লাগিয়ে চাষাবাদ শুরু করলেও, পড়েন মহা সমস্যায়।
দেশের বিভিন্ন সীমান্তে কঠিন পরিস্থিতি সামলালেও, নিজের বাড়ির এলাকায় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা যেন আগে ভাবেননি বছর ৫২ অবসরপ্রাপ্ত সেনা কর্মী রফিকুল ইসলাম। রাস্তার ধারে চাষের ওই কলা গাছ গুলিতে ধরা মোচা বা কলার কাঁদি হয়ে যাচ্ছিল চুরি। বহুবার এ হেন চুরির ফলে, একসময় বীতশ্রদ্ধ হয়ে ওঠেন তিনি। এমনকি কেটে দেওয়া হত আস্ত কলা গাছও। এরপরই, নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে এই কলা চুরি আটকাতে বার করেন এক অভিনব উপায়। যা শুধু অভিনবই নয়, বিস্ময়করও বটে।
advertisement
আরও পড়ুন: অবিকল সেই কালজয়ী কণ্ঠ যেন! মহালয়ায় কাউন্সিলরের চণ্ডীপাঠে মুগ্ধতা চরমে
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে যা হয়েছে ভাইরাল। কারণ কলা চুরি আটকাতে তিনি গাছে লাগিয়েছেন তালা। অবাক হচ্ছেন! ভাবছেন এ কিভাবে সম্ভব! চুরি আটকাতে একাধিক কলাগাছে বাঁশ সহ টিন ব্যবহার করে, ঝোলানো হয়েছে শিকল ও তালা। গোবরডাঙ্গা থানা এলাকার নকপুল কুচলিয়া গ্রামের এখন এই কলা চুরির অভিনব পন্থা দেখতে ভিড় জমছে মানুষের।
advertisement
advertisement
আরও পড়ুন: জেলায় ১০৭ ফুটের ‘সবচেয়ে বড় দুর্গা’! সোদপুরের এই পুজো না দেখলেই বড় মিস
কলার কাঁদি চুরি আটকাতে বিশেষ লোহার জালের খাঁচা ব্যবহার করেও দেওয়া হয়েছে তালা। ফলে এই পন্থা অবলম্বনে রোক্ষা সম্ভব হয়েছে কলা চুরি বলেই দাবি প্রাক্তন এই সেনা কর্মীর। একটি বা দুটি গাছ নয়, রাস্তার পাশে পরপর সারি দিয়ে দাঁড়ানো বেশ কয়েকটি কলাগাছে এখন চোখে পড়েছে এমনই দৃশ্য। সেনা কর্মীর এমন বুদ্ধির জোরেই এখন শায়েস্তা কলা চোর।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: চুরি ঠেকাতে চেন-তালা ঝুলল কলা গাছে! কাঁদিতে অভিনব বেড়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement