রাজ্যের সব জেলায় শীঘ্র নিয়োগ হবে লাইব্রেরিয়ান, সুখবর দিলেন মন্ত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।
#পশ্চিম বর্ধমান: বছর শেষে জোড়া সুখবর। সুখবর বইপ্রেমী মানুষের জন্য। সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। সৌজন্যে পশ্চিম বর্ধমান জেলার বইমেলা। পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের সিয়ারসোল ময়দানে শুরু হল ষষ্ঠ পশ্চিম বর্ধমান জেলা বইমেলা। আসানসোলের বদলে এবার রানিগঞ্জে বইমেলার আয়োজন করা হয়েছে। আর এই বই মেলার উদ্বোধনে এসে সুখবর দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি আরও জানিয়েছেন, সব জেলায় কতগুলি করে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, সে বিষয়ে তালিকা তৈরি করা হয়েছে। অর্থ দফতর এবং আইন দফতরের সঙ্গে আলোচনার পর, খুব শীঘ্রই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এতদিন ধরে অর্থাৎ বিগত পাঁচ বছর পশ্চিম বর্ধমান জেলার বইমেলার আয়োজন করা হত আসানসোলে। তবে এ'বছর আসানসোলের বদলে রানিগঞ্জে বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার উদ্বোধনে হাজির হয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়-সহ বিশিষ্টরা। তাছাড়া, এদিন বইমেলার উদ্বোধন অনুষ্ঠান হিসেবে একটি বিশেষ পথযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই পদযাত্রাটি এসে বইমেলা প্রাঙ্গণের সামনে শেষ হয়। তারপর প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করা হয়েছে। এই বইমেলায় ইতিমধ্যে মানুষজনের ভিড় জমতে শুরু করেছে। বিভিন্ন লেখকের বহু সংখ্যক বই নিয়ে হাজির হয়েছেন পাবলিশার-রা। পাশাপাশি হিন্দি এবং উর্দু ভাষাভাষী বই মেলায় নিয়ে আসার জন্য পাবলিশারদের কাছে আবেদন করেছেন গ্রন্থাগার মন্ত্রী।
advertisement
Nayan Ghosh
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 4:35 PM IST