West Medinipur News: এই একটি মাসেই হয় 'মিরাকেল'! দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা, কী আছে এই মন্দিরে?

Last Updated:

West Medinipur News: দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এর পাশাপাশি অন্যান্য জেলা থেকেও লাখ লাখ ভক্ত ভিড় জমান এই শিবের মন্দিরে। শ্রাবণ মাসে ব্যাপক ভিড় হয় এখানে।

+
কেদার

কেদার শিবের মন্দিরে ভক্তের ভিড়

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বাসে আজও বেশ কয়েকশো বছরের প্রাচীন এক মন্দির বয়ে চলেছে নিজস্বতা। প্রায় সাত শতক আগে শুরু হওয়া এই মন্দিরে বেড়েছে ভক্তের সংখ্যা। সারা বছর দর্শনার্থী ও ভক্তের আগমন থাকলেও শুধুমাত্র শ্রাবণ মাসেই বেশ কয়েক লক্ষ মানুষ ভিড় জমান প্রত্যন্ত গ্রামের এই মন্দিরে। শুধু এ জেলা নয় পার্শ্ববর্তী একাধিক জেলা থেকেও বহু মানুষ আসেন এই মন্দিরের দর্শন করতে। নানা মনস্কামনা জানিয়ে পুজো দেন।
শুধু তাই নয়, শ্রাবণের সোমবার কিংবা গোটা শ্রাবণ মাসেই চলে জল ঢালা উৎসব। রাজ রাজাদের ইতিহাস এবং বহু পুরাণ কাহিনী নিয়ে টিকে রয়েছে এই মন্দির। বাংলার আনাচে কানাচে রয়েছে নানা পুরাতত্ত্ব ও ইতিহাস। মনে করা হয়, মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে রয়েছে প্রস্রবণ। যেখানে নাকি পুকুরের জলে ভুড়ভুড়, আর এর থেকেই নাম হয় ভুড়ভুড়ি। মনে করা হয়, প্রায় ৭০০ বছরেরও বেশি প্রাচীন এই শিবের মন্দির কেদার ভুড়ভুড়ি। নেপথ্যে রয়েছে নানা কাহিনি।
advertisement
advertisement
প্রাচীন ইতিহাস ঘিরে রয়েছে নানা কিংবদন্তি।এমন এক প্রাচীন ইতিহাসের সাক্ষী ও নিদর্শন, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার কেদার ভুড়ভুড়ি ও চপলেশ্বর জিউর মন্দির। ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রাচীন এই মন্দিরে জড়িয়ে রয়েছে সোলাঙ্কিদের ইতিহাস ও বহু প্রাচীন কাহিনী । তবে সাধারণ ভক্তদের মনস্কামনা পূরণের আশায় সারা বছরের পাশাপাশি শ্রাবণ মাসে বেশ ভিড় জমান এই মন্দিরে। মন্দিরের পাশেই রয়েছে পুকুর। বর্ষাকালে আজও ভুড়ভুড় করে জল উঠতে দেখা যায়। আর সেই বিশ্বাস নিয়ে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে।
advertisement
মাত্র এক মাসের কয়েকটি দিনে বিভিন্ন জেলা থেকে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম এই মন্দিরে। কেদার কুন্ডু কিংবা কেদার ভুড়ভুড়িতে স্নান করে জল ঢালতে দেখা যায় প্রচুর ভক্তের। সেই সঙ্গে ওই কেদার ভুড়ভুড়ি থেকে জল তুলে নিয়ে অন্যান্য শিবালয় মন্দিরে উদ্দেশ্যে জল নিয়ে যায় ভক্তরা। বিশ্বাস ও ভরসায় বহু প্রাচীন সময়ে প্রতিষ্ঠিত এই মন্দির বয়ে চলেছে নিজস্ব ইতিহাস। যা সময়ের সঙ্গে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এই একটি মাসেই হয় 'মিরাকেল'! দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা, কী আছে এই মন্দিরে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement