West Medinipur News: স্কুলের মধ্যেই গুলি করা হয় ব্রিটিশ শাসককে, বাংলার 'এই' স্কুলই ছিল বিপ্লবের 'আঁতুড়ঘর', জানেন কোন স্কুল?

Last Updated:

West Medinipur News: এই স্কুল জন্ম দিয়েছে বহু বিপ্লবীকে, শিক্ষক থেকে ছাত্ররা অংশ নিয়েছিল স্বাধীনতা আন্দোলনে, মেদিনীপুরের এই দেড় শত বছরের প্রাচীণ বিদ্যালয়ের ইতিহাস অবাক করবে।

+
মেদিনীপুর

মেদিনীপুর কলেজিয়েট স্কুল

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ব্রিটিশ হঠাতে একের পর এক বিপ্লবী আত্ম বলিদান দিয়েছেন দেশের জন্য। মেদিনীপুর পথ দেখিয়েছিল গোটা দেশকে। একের পর এক তরুণ তরতাজা বিপ্লবী এগিয়ে এসেছিল স্বাধীনতা আন্দোলনে। অত্যন্ত গর্বের এবং গৌরবের জেলা এই মেদিনীপুর দিশা দেখিয়েছে ভারতের সশস্ত্র সংগ্রামের। চোখে আঙুল দিয়ে উচিত শিক্ষা দিয়েছিল বাংলাকে শাসন করতে আসা তিন অত্যাচারী ব্রিটিশ শাসককে। পরপর তিনজনকে হত্যা করেছিল বাংলার দামাল ছেলেরা।
অবিভক্ত মেদিনীপুরের একাধিক যুবক-যুবতী অংশ নিয়েছিল স্বাধীনতার সংগ্রামে। তবে তাদের জীবনে আন্দোলনের সূচনা হয়েছিল বিদ্যালয় জীবন থেকেই। কখনও বিদ্যালয়ে শিক্ষক তাদের উদ্বুদ্ধ করেছেন সংগ্রামে। মেদিনীপুরের মাটিতেই জন্ম নিয়েছেন বিপ্লবী শহীদ ক্ষুদিরাম থেকে সত্যেন্দ্রনাথ বোস, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত। তবে পুরানো এক একটি বিদ্যালয় ছিল বিপ্লবের আঁতুড়ঘর।
advertisement
advertisement
মেদিনীপুরে জন্মেছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বোস, ক্ষুদিরাম বসু, থেকে বহু বিপ্লবী। মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত প্রাচীন কলেজিয়েট স্কুল। জানেন ঐতিহ্যের মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কোন কোন বিপ্লবী পড়াশোনা করেছেন? কাদের স্মৃতিধন্য এই পুরানো বিদ্যালয় প্রাঙ্গণ? জানুন এই বিদ্যালয়ের সঙ্গে স্বাধীনতার এক গৌরবময় ইতিহাস সম্পর্কে। যা মেদিনীপুরকে করেছে গৌরবান্বিত। দেশমাতৃকাকে স্বাধীন করতে এগিয়ে এসেছিল বাংলার যুবকেরা। ক্ষুদিরাম বসু, যিনি অল্প বয়সে নিজের জীবন বলিদান দিয়েছিলেন দেশকে স্বাধীন করতে গিয়ে, সত্যেন্দ্রনাথ বসু, অনাথ বন্ধু পাঁজা স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির নেতৃত্ব, তারা পড়েছিলেন মেদিনীপুর শহরের পুরানো এই ঐতিহ্যমন্ডিত বিদ্যালয়ে।
advertisement
১৮৩৪ সালে মেদিনীপুর সদরে প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর কলেজিয়েট স্কুল। ব্রিটিশ শাসনকালে মেদিনীপুর শহরে গড়ে ওঠে এই বিদ্যালয়টি, যে বিদ্যালয় জন্ম দিয়েছিল বহু বিপ্লবীকে। যা ছিল এককালের বিপ্লবের আঁতুড়ঘর। প্রধান শিক্ষক হিসেবে রাজনারায়ণ বসুর ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে ব্রিটিশ শাসনকালে শুধু ছাত্ররা নয়, এই বিদ্যালয়ের শিক্ষকেরাও অংশ নিয়েছিল স্বাধীনতা সংগ্রামে। এই বিদ্যালয়ে যেমন ক্ষুদিরাম বসু, অনাথ বন্ধু পাঁজার মত ছাত্ররা পড়াশোনা করেছেন তেমনি এই বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন হেমচন্দ্র কানুনগো, জ্ঞানেন্দ্রনাথ বসু, প্যারিলাল বসুর মত বিপ্লবীরা।
advertisement
শুধু তাই নয়, ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু সত্যেন্দ্রনাথ বসু ছিলেন এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং শিক্ষকও। তবে এই বিদ্যালয়ের সাক্ষী থেকেছে নানা ঘটনার, নানা অত্যাচারের, সংগ্রামের নানা দিনের। বিদ্যালয়ের মধ্যে বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতি জীবন ঘোষ গুলি করে হত্যা করে অত্যাচারী জেলা শাসক জেমস পেডিকে। স্বাভাবিকভাবে ১৯০ বছর অতিক্রান্ত এই ঐতিহ্যের বিদ্যালয় বহন করে চলেছে নানা স্মৃতি। প্রতিষ্ঠা থেকে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে লালিতপালিত করেছে স্বাধীনতা সংগ্রামকে। যা আগামীতে ইতিহাসের এক জলজ্যান্ত সাক্ষী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: স্কুলের মধ্যেই গুলি করা হয় ব্রিটিশ শাসককে, বাংলার 'এই' স্কুলই ছিল বিপ্লবের 'আঁতুড়ঘর', জানেন কোন স্কুল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement