West Medinipur News: শীতের বিকেলে লক্ষাধিক প্রাইজ মানিতে 'ক্রিসমাস কাপ' ক্রিকেট টুর্নামেন্ট! জানেন ক'দিন চলবে?
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ভিন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের এনে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে বেশ কয়েকজন যুবকের এই উদ্যোগ।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীত পড়তেই লক্ষাধিক টাকার প্রাইজ মানিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হল প্রত্যন্ত এলাকায়। জঙ্গলমহলে বেশ কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে এই খেলা। যেখানে শুধু স্থানীয় খেলোয়াড়রা নয়, প্রতিদিন টুর্নামেন্টে থাকছে অন্যান্য রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা। টেনিস ক্রিকেট খেলা শুরু হয়েছে শুক্রবার, চলবে টানা সাতদিন। সাতদিনে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় জমে এলাকায়। খেলার চর্চা বাড়াতে এই আয়োজন উদ্যোক্তাদের।
খেলা পারে ছোট ছোট ছেলেদের মাঠমুখী করতে। শুধু তাই নয়, কেমব্রিজ ডিউজের জায়গায় বর্তমানে টেনিস ক্রিকেটেরও ভবিষ্যত তৈরি হয়েছে। যুব প্রজন্মকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে বেশ কয়েকজন যুবক মিলে বেশ কয়েক বছর ধরেই আয়োজন করছে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। রয়েছে লক্ষাধিক টাকা পুরস্কার।
বর্তমান দিনের সকলেই মোবাইলমুখি। ছোট ছোট ছেলেমেয়েরা আর মাঠের দিকে পা বাড়ায় না। তাই ভিন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের এনে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে বেশ কয়েকজন যুবকের এই উদ্যোগ। ধুমধাম সহকারে জেলার মধ্যে এক অন্যতম এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। আইপিএল এর ধাঁচে থাকে চেয়ার লিডার।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে স্বাধীনব্যাপী এক অনন্য মাত্রা এনে দেয় এই ‘ক্রিসমাস কাপ’। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকায় আয়োজিত করা হয় এই টুর্নামেন্ট। স্বাভাবিকভাবে এই খেলা বেশ চিত্তাকর্ষক সকলের কাছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 27, 2025 6:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শীতের বিকেলে লক্ষাধিক প্রাইজ মানিতে 'ক্রিসমাস কাপ' ক্রিকেট টুর্নামেন্ট! জানেন ক'দিন চলবে?









