কাঁথিতে সাংঘাতিক দুর্ঘটনা! পুকুরে উল্টে পড়ল ধানবোঝাই গাড়ি... সঙ্গে সঙ্গে মৃত ২, পুকুরেই পড়ে রইলেন বাকি দু'জন

Last Updated:

কাঁথির সাবাজপুট এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

News18
News18
কাঁথি: কাঁথিতে গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে পুকুরে উল্টে পড়ল ধান বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। কাঁথির সাবাজপুট এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধান বোঝাই দশ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে জলভর্তি পুকুরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের বাগডিয়াতে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে গাড়িতে ৮ থেকে ১০ জন ছিল। আবার তার বেশিও হতে পারে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদেরকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু কেন হল এমন দুর্ঘটনা, প্রশ্ন উঠছে।
advertisement
জানা যাচ্ছে, বাকি দুজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রাস্তা খারাপের কারণেই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কাঁথি থানার পুলিশ। দু-টি বড় ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁথিতে সাংঘাতিক দুর্ঘটনা! পুকুরে উল্টে পড়ল ধানবোঝাই গাড়ি... সঙ্গে সঙ্গে মৃত ২, পুকুরেই পড়ে রইলেন বাকি দু'জন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement