কাঁথিতে সাংঘাতিক দুর্ঘটনা! পুকুরে উল্টে পড়ল ধানবোঝাই গাড়ি... সঙ্গে সঙ্গে মৃত ২, পুকুরেই পড়ে রইলেন বাকি দু'জন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
কাঁথির সাবাজপুট এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
কাঁথি: কাঁথিতে গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে পুকুরে উল্টে পড়ল ধান বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। কাঁথির সাবাজপুট এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধান বোঝাই দশ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে জলভর্তি পুকুরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের বাগডিয়াতে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে গাড়িতে ৮ থেকে ১০ জন ছিল। আবার তার বেশিও হতে পারে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদেরকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু কেন হল এমন দুর্ঘটনা, প্রশ্ন উঠছে।
advertisement
জানা যাচ্ছে, বাকি দুজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রাস্তা খারাপের কারণেই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কাঁথি থানার পুলিশ। দু-টি বড় ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁথিতে সাংঘাতিক দুর্ঘটনা! পুকুরে উল্টে পড়ল ধানবোঝাই গাড়ি... সঙ্গে সঙ্গে মৃত ২, পুকুরেই পড়ে রইলেন বাকি দু'জন