Bijoya Dashami: দশমীর দিন শোকস্তব্ধ কাশীপুর রাজবাড়ি, হঠাৎ কী হল? গভীর শোক-হাহাকার

Last Updated:

Bijoya Dashami: দশমীর দিন যে প্রাঙ্গণ অন্যান্য বছর উৎসবের আনন্দ, ঢাকের বাদ্য ও দর্শনার্থীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠত, সেই একই স্থান আজ গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন।

+
দশমীর

দশমীর দিন নীরব কাশীপুর রাজবাড়ি

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার গর্ব ও ঐতিহ্য কাশীপুর রাজবাড়ি, যেখানে প্রতিবছর দশমীর দিন হাজার হাজার মানুষের ভিড়ে উৎসব মুখর পরিবেশে মুখরিত থাকত রাজবাড়ির প্রতিটি অঙ্গন, সেই প্রাচীন রাজপ্রাসাদ এ বছর যেন সম্পূর্ণ বিপরীত এক ছবি বহন করছে।
জনশূন্য রাজবাড়ি আজ শোকস্তব্ধ, নিস্তব্ধ প্রহরের সাক্ষী। রাজবাড়ির বধূ ভিরাঙ্গিনী রাজাওয়াতের অকালপ্রয়াণের কারণে এবছর শতাব্দী প্রাচীন এই রাজপরিবারের দুর্গাপুজো সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যে প্রাঙ্গণ অন্যান্য বছর উৎসবের আনন্দ, ঢাকের বাদ্য ও দর্শনার্থীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠত, সেই একই স্থান আজ গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! রাজকীয় চালে ৩ রাশির ‘লটারি’, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে পোড়া কপাল
রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠপুত্র অনশুল রাজাওয়াত জানান, ‘আজ থেকে ৫৩ বছর আগে, ১৯৭২ সালে পঞ্চকোট রাজবংশের শেষ রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিং দেওয়ের মৃত্যুতে একবার দুর্গাপূজো বন্ধ রাখা হয়েছিল। ৫৩ বছর পর, আমার স্ত্রী ভিরাঙ্গিনীর অকালপ্রয়াণ আমাদের আবারও বাধ্য করল এই পূজো বন্ধ রাখতে। এটি আমাদের পরিবারের কাছে এক গভীর বেদনাদায়ক অধ্যায়।’
advertisement
advertisement
আরও পড়ুন-বিজয়া দশমীতেই লাগবে ‘জ্যাকপট’…! লাল কাপড়ে বেঁধে রাখুন ‘এটি’, মা দুর্গার আর্শীবাদে উপচে পড়বে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির জোয়ারে ভাসবেন
পুরুলিয়ার ইতিহাসে কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো শুধুমাত্র এক ধর্মীয় আচার ছিল না, এটি ছিল সংস্কৃতি, ঐতিহ্য এবং সামগ্রিক জনসম্পৃক্ততার প্রতীক। সেই ঐতিহ্যে এবছর একটি শোকাবহ বিরতি যেন কালের সাক্ষী হয়ে রইল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bijoya Dashami: দশমীর দিন শোকস্তব্ধ কাশীপুর রাজবাড়ি, হঠাৎ কী হল? গভীর শোক-হাহাকার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement