Suvendu Adhikari: রায়দিঘিতে কালীপুজো উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari: রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালিপুজোর উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখায়।
আনিশ উদ্দিন মোল্লা, রায়দিঘি: রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালিপুজোর উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। সাতঘরা গ্রামে কালিপুজো উদ্বোধন করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতাকে ‘গো ব্যাক’ স্লোগান মহিলাদের। মথুরাপুরে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের। তৃণমূল নেত্রী রেখা কাজির নেতৃত্বে বিক্ষোভের অভিযোগ।
advertisement
এক মহিলা বলেন, “আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছি। ওঁর কাছে জবাব চাইছি কেন একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে, কেন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে?” যদিও, শুভেন্দু বলেছেন, “এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান।পার্টিতে ভোট দাও একথা বলতে আসিনি। দলের ঝান্ডা নিয়ে আসিনি। আমায় রাস্তার উপর আটকানো চেষ্টা করছে। গাড়িতে ধাক্কা মারছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজ বিজেপি করতে আসিনি। আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম। মায়ের দর্শণ করতে এসেছি।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2025 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: রায়দিঘিতে কালীপুজো উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী