Suvendu Adhikari: রায়দিঘিতে কালীপুজো উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালিপুজোর উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখায়।

News18
News18
আনিশ উদ্দিন মোল্লা, রায়দিঘি: রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালিপুজোর উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। সাতঘরা গ্রামে কালিপুজো উদ্বোধন করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতাকে ‘গো ব্যাক’ স্লোগান মহিলাদের। মথুরাপুরে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের। তৃণমূল নেত্রী রেখা কাজির নেতৃত্বে  বিক্ষোভের অভিযোগ।
advertisement
এক মহিলা বলেন, “আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছি। ওঁর কাছে জবাব চাইছি কেন একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে, কেন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে?” যদিও, শুভেন্দু বলেছেন, “এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান।পার্টিতে ভোট দাও একথা বলতে আসিনি। দলের ঝান্ডা নিয়ে আসিনি। আমায় রাস্তার উপর আটকানো চেষ্টা করছে। গাড়িতে ধাক্কা মারছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজ বিজেপি করতে আসিনি। আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম। মায়ের দর্শণ করতে এসেছি।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: রায়দিঘিতে কালীপুজো উদ্বোধন করতে আসার পথে বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement