হঠাৎ উঠে গেল রেলগেট, বন্ধ অফিস! যখন তখন হাজির হচ্ছে যমদূত
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
রেল গেটটি তুলে নেওয়ার পর থেকে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এমনকি বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।
কাকদ্বীপ, বিশ্বজিত হালদার : চালুর পরেও হঠাৎই বন্ধ করে দেওয়া হল লেভেল ক্রসিংয়ের রেলগেট। যে কারণে সমস্যায় পড়েছেন কাকদ্বীপের গণেশপুরের প্রথম ঘেরির বাসিন্দারা। জানা গিয়েছে, গত প্রায় তিন বছর ধরে ওই এলাকায় রেলগেট ছিল। এমনকি ট্রেন আসার সময় হলে গেট ফেলার জন্য রেলের এক কর্মীও ওখানে নিযুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই রেল গেটটি ভেঙে ফেলা হয়েছে।
বর্তমান রেল কর্তৃপক্ষ, কর্মীদের জন্য তৈরি করা বিশ্রামের ঘরটি তালা বন্ধ অবস্থায় রেখে দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রেল গেটটি তুলে নেওয়ার পর থেকে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এমনকি বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। প্রতিনিয়ত জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
advertisement
advertisement
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুকুমার মাইতি বলেন, “রেলগেটের ওই রাস্তা দিয়ে প্রায় পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করেন। এছাড়াও মোটরসাইকেল, ভ্যান ও মেশিন ভ্যান যাতায়াত করে। প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এই রেলগেট থেকে কিছুটা দূরেই রয়েছে কাশিনগর স্টেশন। ওই স্টেশনে যাওয়ার জন্যও প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রেল গেটটি যখন ছিল তখন কোনও সমস্যা ছিল না।”
advertisement
আরও পড়ুন : স্বাধীনতার বীজ মন্ত্র লেখা হয়েছিল এই মন্দিরে বসে! দেখে আসতে পারেন আপনিও
মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, “রেল কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় তুলে ধরে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি এখন তলানিতে ঠেকেছে। ওই এলাকার রেল গেটটি কোনওভাবেই তুলে নেওয়া উচিত হয়নি। কারণ ওটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। রেলমন্ত্রককে বিষয়টি জানাব। যাতে দ্রুত ওই জায়গায় আবারও রেলগেট তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 9:29 AM IST