Junglemahal Zoological Park: লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপানোর দিন শেষ! এবার জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের টিকিট মিলবে অনলাইনেও

Last Updated:

জঙ্গলমহলের জুলজিক্যাল পার্কে চালু হল অনলাইন টিকিটিং ব্যবস্থা

+
জঙ্গলমহল

জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক

ঝাড়গ্রাম: ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে জঙ্গলমহলের জুলজিক্যাল পার্কে ভ্রমণ করতে প্ল্যান করছেন, আর কাউন্টারে টিকিটের জন্য দিতে হবে না লম্বা লাইন। এবার থেকে টিকিট মিলবে অনলাইনে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সবকিছুর আধুনিকীকরণ হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে অনলাইন টিকিট চালু করার ভাবনা জঙ্গলমহলের জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের। আগে ছিল ডিয়ার পার্ক, রাজ্যে পালা বদলের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পার্কের সম্প্রসারণ হয়, নাম দেওয়া হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক।
বর্তমানে জেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পার্কটি বছরে প্রায় দু’লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসেন। কাউন্টারে টিকিটের জন্য এতদিন লম্বা লাইনে দাঁড়াতে হত। এবার থেকে টিকিট মিলবে অনলাইনেই। আগের মত কাউন্টারেও টিকিট পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় পর্যটকদের আর দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হবে না।
advertisement
advertisement
প্রাকৃতিক পরিবেশের মধ্যে শহরের ধবনী বিটে এই পার্কটি গড়ে উঠেছে। আগে পার্কটি ‘ডিয়ার পার্ক’ নামে পরিচিত ছিল। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলে পার্কের সম্প্রসারণে নানা পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন প্রজাতির পশুপাখি আনা শুরু হয়। পার্কের সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়। চিড়িয়াখানায় কৃত্রিম প্রজননের উপর জোর দেওয়া হয়। কৃত্রিম পরিবেশে ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পশুপাখির জন্ম দিয়ে সাফল্য এসেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটকদের জন্য ২০২৩ সালে সেলফি জোন গড়ে তোলা হয়েছে। পার্কের ভিতর সৃষ্ঠিশ্রী বিপণন কেন্দ্র চালু করা হয়েছে। জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। পার্কের ভিতর পর্যটকদের বসার জায়গা করা হয়েছে। বর্তমানে পার্কে চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নানা প্রজাতির পাখি, কচ্ছপ, গোসাপ, এমুপাখি, সজারু, নীলগাই, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান, মদনটাক পাখি, বনমুরগি, ময়ূর, নানা ধরনের পাখি ও চিতাবাঘ রয়েছে। কয়েক মাস আগে ব্রাজিল ও আফ্রিকা থেকে আনা টিয়া দেখতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য থেকে আনা চিতাবাঘ পলাশ ও বাঁকুড়া থেকে উদ্ধার করা ভালুক বল্লু পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন অনলাইন টিকিট কেটে পর্যটকরা ঢুকতে পারছেন। পাশাপাশি কাউন্টার থেকে মুদ্রিত টিকিটও দেওয়া হচ্ছে।
advertisement
তন্ময় নন্দী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Junglemahal Zoological Park: লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপানোর দিন শেষ! এবার জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের টিকিট মিলবে অনলাইনেও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement