আহা কী গলা, চারদিকে ভাইরাল! মেমারীর খুদের গলা যেন অবিকল সনু নিগম
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
মেমারীর দেবীপুরের বাসিন্দা জিৎ মাহাত। দিনমজুর পরিবারের সন্তান জিৎ আলিপুর ইউনাইটেড নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
মেমরী: সোনু নিগম ও রাজু কলাকারের যুগলবন্দি এখন অতীত, সরকারি স্কুলের খুদে গায়ক জিৎ-এর গানে মগ্ন মেমারী। জোড়া টাইলস্ বাজিয়ে সরকারি স্কুলের ক্লাস রুমেই জনপ্রিয় গান গেয়ে চলেছে চতুর্থ শ্রেণীর ছাত্র,যা দ্রুত ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমেও। মেমারী জুড়ে এখন ‘দিল পে চালায়ে ছুরিয়া’ গানের ধুম। নিজের প্রতিভায় অসংখ্য মানুষের মন জয় করে চলেছে মেমারীর জিৎ। পাশের বাড়ির দাদার মোবাইলে দেখে মাত্র ১ ঘণ্টার অনুশীলন। নিজের প্রতিভা গুণে এখন সকলের মুখে মুখে জিৎ-এর নাম।
টাইলস্ নিয়ে গান গেয়ে বিখ্যাত হওয়া রাজু কলাকার ও প্রখ্যাত বলিউড গায়ক সোনু নিগমের যুগলবন্দি নিয়ে নেট দুনিয়া আলোচনায় ব্যস্ত কিন্তু এসব ব্যস্ততার কথা জানেই না জিৎ। সে নিছকই নিজের প্রতিভাকে মেলে ধরতে টাইলস্ বাজিয়ে গেয়ে চলেছে বলিউডের বিখ্যাত গান ‘দিল পে চালায়ে ছুরিয়া’।
মেমারীর দেবীপুরের বাসিন্দা জিৎ মাহাত। দিনমজুর পরিবারের সন্তান জিৎ আলিপুর ইউনাইটেড নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। পড়াশোনার বাইরেও ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভাকে তুলে ধরতে প্রতি শনিবার ‘আনন্দ পরিসর’ নামে একটি পিরিয়ডের সূচনা করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।সেখানেই নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পায় জিৎ। মন ছুঁয়ে যায় শিক্ষক-শিক্ষিকাদের। তাঁরাই মোবাইলবন্দি করেন সেই গান। আগামীদিনে জিৎ তাঁর প্রতিভার জোরে যাতে নিজেকে মেলে ধরতে পারে তারজন্য সর্বত চেষ্টা করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 6:26 PM IST