Jhargram News: ঝাড়গ্রামে এ কী ভয়ঙ্কর দৃশ্য! গোপনে খবর এল পুলিশের কাছে, তারপর যা ঘটল শিউরে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram News: প্রাথমিকভাবে পুলিশের অনুমান এখান থেকে ওই যুবক ওই নিষিদ্ধ মাদকগুলি বাইরে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল।
ঝাড়গ্ৰাম, তন্ময় নন্দী: হেরোইন কিনতে এসে হাতেনাতে পাকড়াও যুবক। মোহনপুর জঙ্গলে উদ্ধার ব্রাউন সুগার ও কোডেন সিরাপ সহ নিষিদ্ধ মাদক চক্রের চাঁইরা। মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। শনিবার গভীর রাতে শালুকগেড়িয়া গ্রামের নটুন রানা নামে এক যুবক মোহনপুর জঙ্গলে পার হবার সময় তাকে সন্দেহ হয় পুলিশের। এরপরই তাকে তল্লাশি করে জামবনী থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এখান থেকে ওই যুবক ওই নিষিদ্ধ মাদকগুলি বাইরে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল।
ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়তই বিশেষ অভিযান চালানো হয়। এদিন সেই মতো জামবনী থানায় বিশেষ অভিযান চালানো হয়। তৎপর হয়েই পুলিশ ওই স্থানে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর জামবনী থানার আধিকারিকদের নেতৃত্বে একটি বিশেষ দল মোহনপুর জঙ্গল এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, জামবনী যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক ভট্টাচার্য, জামবনী থানার পুলিশ আধিকারিক অভিজিৎ বসু মল্লিক।
advertisement
advertisement
সেই সময় জঙ্গলের ভিতর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় নটুন রানাকে। তাকে আটক করে তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ পুড়িয়া ব্রাউন সুগার এবং প্রায় ১.৮ কেজি কোডেন মিক্সচার সিরাপ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই মাদকদ্রব্যগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
ধৃতকে আটক করে আসা হয় জামবনী থানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নটুন রানা জানিয়েছে, মাদকগুলি সে কার কাছ থেকে সংগ্রহ করেছে এবং কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পিছনে বড় কোনও মাদক চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। সোমবার ওই অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে এ কী ভয়ঙ্কর দৃশ্য! গোপনে খবর এল পুলিশের কাছে, তারপর যা ঘটল শিউরে উঠবেন শুনে