Jhargram News: মুহূর্তে সব শেষ করে দিল...! মাথায় হাত পড়ল চাষিদের, কি ঘটল? জানলে চমকে যাবেন!
- Reported by:Buddhadev Bera
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Jhargram News: জমিতে রয়েছে পাকা ধান। মাড়িয়ে দিল হাতির দল। ক্ষতির মুখে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাষিরা।
ঝাড়গ্রাম: জমিতে জমিতে রয়েছে পাকা ধান। আর এর মধ্যেই একদল হাতির হানা। এক কথায় বললে পাকা ধানে মই দিল হাতির দল। বিরাট ক্ষতির মুখে চাষিরা। মঙ্গলবার সকালে সুবর্ণরেখা ও ডুলুং নদী পেরিয়ে একটি হাতির দল নয়াগ্রামের দিকে থেকে সাঁকরাইলে ঢুকে পড়ে। নদী পেরিয়ে হাতির দল যে দিক দিয়ে জঙ্গলের দিয়ে যায় সেদিকে কেবলমাত্র পাকা ধানের জমি ছিল। ফলে হাতির দলের হানায় ব্যাপক পরিমাণে পাকা ধানের ক্ষতি হয়।
ঝাড়গ্রাম জেলায় চারটি বন বিভাগ রয়েছে। ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর ও রূপনারায়ণ বন বিভাগ। এই চারটি বন বিভাগে কমবেশি হাতির দল ও দলছুট হাতি রয়েছে। জানা গিয়েছে, খড়গপুর বন বিভাগের অন্তর্গত নায়াগ্রাম এলাকায় বেশ কয়েকদিন ধরে ২০ থেকে ২৫টি হাতির একটি দল ছিল। মঙ্গলবার সকালে হাতির দলটি সুবর্ণরেখা ও ডুলুং নদী পেরিয়ে রোহিনীর কাছে সাঁকরাইল ব্লকে ঢুকে পড়ে। রোহিনী থেকে শুরু করে কলাইকুন্ডা এয়ারবেসের বোম্বিং এরিয়ার জঙ্গল পর্যন্ত পুরোটাই পাকা ধানের জমি রয়েছে। রোহিনী থেকে হাতির দলটি হাড়িভাঙ্গা হয়ে সোজা কলাইকুন্ডা এয়ারবেসের বোম্বিং এরিয়ার জঙ্গলে ঢুকে যায়। ফলে হাড়িভাঙ্গা সংলগ্ন এলাকায় পাকা ধানের জমিকে পাকা ধান মাড়িয়ে দিয়ে চলে যায় হাতির দলটি।
advertisement
advertisement
হাড়িভাঙ্গা গ্রামের বাসিন্দা মল্লিকা পাল বলেন,”আমরা খুব কষ্ট করে সারা বছরের পুঁজি দিয়ে ধান চাষ করেছি। ধান পেকে রয়েছে জমিতে। আর কয়েক দিনের মধ্যে কাটা শুরু হবে। আর এর মধ্যেই হাতির দল এসে সব ধান মাড়িয়ে দিয়ে চলে গেল। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। বনদফতরের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক”।
advertisement
হাতির দলটি নদী পেরিয়ে হাড়িভাঙ্গা হয়ে বর্তমানে কলাইকুন্ডা এয়ারবেসের বোম্বিং এরিয়ার জঙ্গলে রয়েছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন রাত হলেই খাবারের সন্ধানে পাকা ধানের জমিতে হানা দিতে পারে দলহাতি।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 19, 2024 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: মুহূর্তে সব শেষ করে দিল...! মাথায় হাত পড়ল চাষিদের, কি ঘটল? জানলে চমকে যাবেন!





